Today 05 Aug 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“”যদি ছুঁতে চাও আকাশ “”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ১৯/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 757বার পড়া হয়েছে।

যদি ছুঁতে চাও নীল আকাশ

তবে তোমাকেই যেতে হবে ঐ আকাশের বগলে,

তোমার হুকুমের গোলাম নয় ঐ আকাশ

লুটিয়ে পড়বে তোমার চরণ তলে।

 

অজানা মহাকাশের অচেনা বুকে

যদি আঁকতে চাও  তোমার পদচিহ্ন,

এগিয়ে যাও মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে

যেখানে অপার রহস্যের অরণ্য।

 

ঐ যে দেখছ দুরের নিশানা

ওখানেই  তোমার স্বপ্নের চাবি,

জোর কদমে এগিয়ে যাও

তবেই হাসবে নয়া দিগন্তের রবি।

 

তুমি বিপ্লবী হতে চাও

তুমি হতে চাও মজলুম জনতার পিতা,

কেম্‌নে হবে বলো?

যদি রোদের ভয়ে খুঁজো  মাথার পরে ছাতা।

 

 

যেতে হবে তোমায় রাজপথে

আরামের ঘরে দিয়ে তালা,

শোষনের বিরুদ্ধে  তুমি বিদ্রোহী;

শোষকের হাতে আশা কর না ফুলের মালা।

 

লজ্জাবতী গাছের মত সংকোচ

সমালোচনার ভয়ে তুমি আড়ষ্ট,

নিজেকে নিজে বাক্সে বন্দি করে

নিজেই করলে নিজের প্রতিভার অনিষ্ট।

 

কত আর কল্পনার গলিতে গলিতে ঘুরবে?

বাস্তবতার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি,

চোখে মুখে জল ছিটিয়ে আলসে ভেঙ্গে

হও মাটির বুক রক্ত মাংসের চাষী।

৮১৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ঐ যে দেখছ দুরের নিশানা
  ওখানেই তোমার স্বপ্নের চাবি,
  জোর কদমে এগিয়ে যাও
  তবেই হাসবে নয়া দিগন্তের রবি।
  সুন্দর হইছে দোলন ভাই ।

 2. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

  কত আর কল্পনার গলিতে গলিতে ঘুরবে?

  বাস্তবতার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি,

  চোখে মুখে জল ছিটিয়ে আলসে ভেঙ্গে

  হও মাটির বুক রক্ত মাংসের চাষী।
  ……………………
  শেষ আমার খুবই ভাল লেগেছে। অনেক শুভ কামনা।

 3. আরজু মন্তব্যে বলেছেন:

  তুমি বিপ্লবী হতে চাও

  তুমি হতে চাও মজলুম জনতার পিতা,

  কেম্‌নে হবে বলো?

  যদি রোদের ভয়ে খুঁজো মাথার পরে ছাতা।
  খুবই ভাল লাগল কবিতাটি।

  আকাশ তো ছুতে চাই।অসংখ্য ধন্যবাদ চমৎকার কবিতার জন্য। অনেক শুভকামনা।

 4. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  যেতে হবে তোমায় রাজপথে
  আরামের ঘরে দিয়ে তালা,
  শোষনের বিরুদ্ধে তুমি বিদ্রোহী;
  শোষকের হাতে আশা কর না ফুলের মালা।
  ========== অনেক অনেক শুভ কামনা রইলো।

 5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  যেতে হবে তোমায় রাজপথে

  আরামের ঘরে দিয়ে তালা,

  শোষনের বিরুদ্ধে তুমি বিদ্রোহী;

  শোষকের হাতে আশা কর না ফুলের মালা।

  লজ্জাবতী গাছের মত সংকোচ

  সমালোচনার ভয়ে তুমি আড়ষ্ট,

  নিজেকে নিজে বাক্সে বন্দি করে

  নিজেই করলে নিজের প্রতিভার অনিষ্ট। ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 6. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  কবিতা ভাল লেগেছে–কিছু কিছু সুন্দর উপমা এতে পাওয়া যায়–

  যেতে হবে তোমায় রাজপথে

  আরামের ঘরে দিয়ে তালা,

  শোষনের বিরুদ্ধে তুমি বিদ্রোহী;

  শোষকের হাতে আশা কর না ফুলের মালা।–ইত্যাদি…

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ফের তুললাম ।

 8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার কবিতা । অনেক ভাল লাগা

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি দোলন ভাই
  নাইস লিখা……….
  দারুন কাব্যতা ….মুগ্ধতা জানুয়ে গেলাম
  শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top