Today 18 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

যে গন্ধে মগ্নতা আসে~

লিখেছেন: হরিশঙ্কর রায় | তারিখ: ১৫/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 577বার পড়া হয়েছে।

একমুঠো মাটি হাতে তুলে নিয়ে গন্ধ শুঁকি-
কৃষকের ঘামে ভেজা নোনা স্বাদ লেগে আছে তায় ;
আবারও গন্ধ শুঁকি-
যদি ভুল থেকে থাকে আমার নাসারন্ধ্রে ।
না ।
আমার প্রসূতি মায়ের ঘরে
ভুমিষ্ট হওয়ার পর
যে সৌরভে আচ্ছন্ন ছিলাম তাই ভেসে ওঠে,
তপ্ত রোদ্দুরে অথবা
দিগন্ত ছুঁয়ে আসা সবুজ প্রান্তরে ।

একমুঠো মাটি হাতে তুলে নিয়ে গন্ধ শুঁকি-
আমি এক পৃথিবী ভুলে যাই ;
সাইবার, গিরিখাত, বিষুভিয়াস-
অথবা চন্দ্রপৃষ্টে আরোহিত নভোচারী ।
না, কিচ্ছু মনে রাখার দরকার নেই আমার ।

শুধু একমুঠো মাটি হতে তুলে নিয়ে গন্ধ শুঁকি-
শিহরিত সমস্ত শরীরে মগ্নতা নেমে আসে
প্রেমালু আবেশে হারাই আমি;
এবং
আমার অস্তিত্ব জুড়ে
মাটির গন্ধ ভাসে ।

৫৬৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকার প্রত্যাশায়...
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ১৮৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-০১ ০৩:০০:৪৩ মিনিটে
Visit হরিশঙ্কর রায় Website.
banner

১০ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  মা , মাটি এবং মানুষকে ভালবাসার গভীর প্রকাশ , ধন্যবাদ , সুস্থ থাকবেন সতত।

 2. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

  অসাধারন…!

 3. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  হ্যাঁ এ মাটিতেই বাঙালির অস্তিত্ব মিশে আছে, আর আমাদের দরকার এ মাটিকে শোষকের হাত হতে রক্ষা করা।

 4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  অসাধারণ প্রকাশ
  খুব ভাল লাগল ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতা
  যেন আমিই গন্ধ পাচ্ছি মাটির। ধন্যবাদ কবি

 6. হরিশঙ্কর রায় মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ আপু ভালো থাকবেন

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top