Today 31 Mar 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

যোদ্ধা

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ২৩/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 682বার পড়া হয়েছে।

ফুঁটপাতে ভূমিষ্ট হওয়া শিশু
হেলার পাটিতে গড়াগড়ি খায় যে অহর্নিশ
সেই ভালো জানে বঞ্চনার রঙ কি।
তবুও সে জীবনের মানে খোঁজে ফেরে
দারুন দুঃসাহসে প্রতিদিন ডলে যায়
পৃথিবীর সকল নিষ্ঠুরতা
বিষাদকে নিত্য করে পরাজিত।
সমাজের ঘাড়ে পা দিয়ে
সূর্যের চোখে চোখ রেখে জানিয়ে দেয়
নিজ ধৈর্যের সীমানা।

 

৭৬১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  ভাল লাগা জানালাম ।

 2. আরজু মন্তব্যে বলেছেন:

  ফুঁটপাতে ভূমিষ্ট হওয়া শিশু
  সূর্যের চোখে চোখ রেখে জানিয়ে দেয়
  নিজ ধৈর্যের সীমানা।

  ভাল লাগল আপনার মানবিক কবিতাটি।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল। ঈদ কেমন কাটালেন ভাই।

 4. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

  সূর্যের চোখে চোখ রেখে জানিয়ে দেয়
  নিজ ধৈর্যের সীমানা।
  অত্যন্ত চমৎকার একটি কবিতা…ভালো লাগলো….

 5. সাঈদ চৌধুরী মন্তব্যে বলেছেন:

  ঠিক যেমন ইটের নীচে ঘাস, হলদে হয়েও সূর্যের কিঞ্চিত আলোতে সবুজাভ । প্রতিবাদী কবিতা । অসাধারন হয়েছে মিন্টু ভাই ।

 6. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  কবিতার ছন্দ খুজে পেলাম না । তবে লিখা সুন্দর হয়েছে । শুভেচ্ছা রইলো ।

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  জয় ভাই র সাথে সহমত

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top