Today 20 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রাতকানা জলের ঢেউ

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০৯/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 480বার পড়া হয়েছে।

কাল নীরবে পালিত হলো
একটা বিজলি বাতির জন্ম শতবার্ষিকী,
আমি টের পাইনি!
তোমার ঘাতক হাতের তুলিতে আঁকা
আনফ্রেন্ড বয়!

শুনেছি
কিছু নামকরা নক্ষত্র নেমে এসেছিল মেঘের সিঁড়ি ডিঙিয়ে,
কোন আওয়াজ হয়নি!
তাদের ঘিরে ধরেছিল কিছু রাতকানা জলের ঢেউ,
এক ময়ূর কণ্ঠী চন্দ্র মল্লিকা
আর কিছু ভোজন রসিক ছায়া শ্বাপদ,
আমি টের পাইনি!

একদিন নারাঙ্গী বনে দেখেছিলাম সুপার মুন
থৈ থৈ করছিল জল-জোসনার ঢেউ,
একটি ভাঙা কদম গাছের ডাল
আর
দুটি কোকিল!
নাম না জানা হেমন্তও সেদিন কুঁড়িয়ে নিয়েছিল
বিমূর্ত রাতের এক একটি মূর্ত প্রহর,
আমি টের পাইনি!

আজ তবে কী হবে? চলো আবার জমিয়ে দেই–
রাত জাগা পাখির মত সেই হিমু আড্ডা,
তোমার সিঁথির মত জলচোরা এই ব্রহ্মপুত্রের
দখিন দুয়ারে!
যেখানে পড়ে আছে দিগম্বর বেলা
যেখানে ঘুমিয়ে আছে ডাকসই, বউচি খেলা!!

৪৫৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আজ তবে কী হবে? চলো আবার জমিয়ে দেই–
  রাত জাগা পাখির মত সেই হিমু আড্ডা,

  ভালো হয়েছে, জমাতে থাকুন হিমুর আড্ডা।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  লেখার ভাবনা চারিদিকে ছড়িয়ে পড়ল
  ভাল লাগল

 3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  দারুণ চিত্রকল্প, নান্দনিক উপমা আর সুনিপুন কাব্যশৈলীতে অনবদ্য কবিতা পড়ে মনটা ভরে গেল।
  ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন কবি –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top