Today 22 Jan 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“রূপক ভালোবাসা” – জাফর পাঠান

লিখেছেন: জাফর পাঠান | তারিখ: ১৫/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 728বার পড়া হয়েছে।

1কব্

রূপক ভালোবাসা
জাফর পাঠান

মনের এই পূত অন্তহীন গগনে
হয়নি উদিত কখনো-
ভালোবাসার উদ্ভাসিত সেই তারা,
ছিলাম ভালোবাসাহীন, ছিলাম দৃষ্টিহারা।

ভালোবাসায় এত যে পবিত্রতা
এত যে উদারতা নিহিত-
গতে হয়নি কখনো তা অনুভূত,
তাইতো হইনি কখনো অত আবেগাপ্লুত।

মোর স্বপ্নের তুমিইতো সেই রমনী
যার স্বাপ্নিক স্পর্শের গভীরতা-
ভালোবাসার সেই পৃষ্ঠহীন উচ্চতা,
ভেঙ্গেছে মোর ভালোবাসাহীন মৌনতা।

কেউ এখন খুজে পাবে নাকো আর
আমারি প্রেম আকাশের অন্ত-
ক্লেশহীন-অন্তহীন-শুধুই প্রান্তহীন,
কলঙ্কহীন, বিশ্রামহীন, নিরন্তর ক্লান্তিহীন।

৭২৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
POET & JOURNALIST
সর্বমোট পোস্ট: ৬৩ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২৪ ০৪:০৫:৪১ মিনিটে
Visit জাফর পাঠান Website.
banner

৩ টি মন্তব্য

  1. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    ভাল লাগলো খাৱাপ না

  2. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    রুপক অর্থে আর বাস্তবতায় কিছু ফারাক আছে । ভাল লিখেছেন।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ভালবাসার আবেগে লেখা কবিতা বেশ ভাল লাগল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top