Today 17 Oct 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লিমেরিক-৩ ও ৪

লিখেছেন: আলমগীর কবির | তারিখ: ০৬/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 751বার পড়া হয়েছে।

সুশাসন
মাথা নিয়ে মাথা ব্যথা হচ্ছে এখন সবার,
কে হবে দেশের নেতা দশের নেতা এবার।

ডান হোক বা বাম,
তাতে নয় যে কাম।

কু-শাসনের প্রথা যদি দেশে ফেরে আবার।

.
.
.
.
.
.
.
.
.
.
.

 

আলো
সবাই বলে আমি ভাল মন্দ তবে কে?
নিজেকে যে ভাল বলে ভাল কি হয় সে?

নিজের দোষটা নিজে ধর,
অন্যের গুণের কির্তন কর।

দেখবে তবে শুভ প্রভায় দেশ ভরবে যে।

৮৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি আলমগীর কবির , জন্ম 1979 সালের 25 জানুয়ারী , গ্রাম-চাঁদপুর, ডাক-কন্যাদহ, হরিণাকুন্ডু, ঝিনাইদহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞানে এমকম করার পর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম-এ এমবিএ করি। বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি, প্রতিষ্ঠানের নাম ওয়েভ ফাউন্ডেশন। যখন কলেজে পড়তাম তখন থেকেই লেখালেখির খুব ইচ্ছা ছিল কিন্তু আত্ম বিশ্বাসের অভাবে হয়ে উঠেনি। রবীন্দ্র নাথ ঠাকুরের ছোট গল্প এবং হুমায়ুন আহম্মেদ, সুনীল গঙ্গোপধ্যায়, মানিক বন্দোপধ্যায় সহ বেশ কিছু লেখাকের উপন্যাস পড়তে খুব ভাল লাগে। আগে কবিতা পড়তে ভাল লাগত না তবে এখন ভাল লাগে।
সর্বমোট পোস্ট: ৬১ টি
সর্বমোট মন্তব্য: ৩৪১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৭ ০৯:৩৯:৩৮ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সাধারণ কথাকে কবিতায় ধরেছেন।ভাল লেগেছে।

 2. আলামগীর কবির মন্তব্যে বলেছেন:

  তাপসকিরণ রায় দাদা আপনাকে ধন্যবাদ।

 3. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  পরেরটা বেশী ভালো লেগেছে।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছড়া
  অসংখ্য ভাল লাগা

 5. আলামগীর কবির মন্তব্যে বলেছেন:

  ধন্যবাদ কাশে ভাই।

 6. আরজু মন্তব্যে বলেছেন:

  মজার চমত্কার কবিতা। এইভাবে সবাই ভালো লিখলে কোথায় যাই নোবেল পুরস্কার তো দুরে থাকুক ফ্রি পত্রিকা ও তো পাবনা।

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সমসাময়িক প্রসংগে লেখা সুন্দর হয়েছে ।

 8. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  অশেষ ভাল লাগা।

 9. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  ভাল হয়েছে। নিয়মিত লিখুন লিমেরিক

 10. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  ভাল লিমেরিক তো
  আমি লিখতে পারি না ।

  চেষ্টা করব

 11. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  লিমেরিকগুলো ভাল লাগল অনেক

 12. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বস দারুন লিমেরিক
  ৩ ও ৪ নং লিমেরিক এর মধ্যে….সুশাসন , আলো দুইটি
  ছন্দোর দোলা বেশ ভালো লাগলো
  শব্দ বাক্য গঠণ চমৎকার হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top