Today 30 Oct 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লেনদেন

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ০১/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 808বার পড়া হয়েছে।

এই ভাঙা পথে, এই পচা শামুক আর আমার
বেলে দোআঁশ পা
এক সাথে কথা বলে উঠে একে অপরের মুখে!
কেউ কারো চেয়ে কম নয় কোন অংশে
সে ভগ্নাংশ হোক
অথবা পূর্ণ সংখ্যা
যখন ঝিনুক চোখ মেলে দিব্যি দেখি
কত খাদ্য অখাদ্য হয়
আবার
কত অখাদ্য খাদ্য
গরু মরে না তো, শুকুনের পালে লাগে হাওয়া!
তখন গোগ্রাসে জলাঞ্জলি দেই শত জনমের সকল চাওয়া!
তাই বলে থেমে না বেহায়া স্রোত, শুকুনির ব্যবচ্ছেদ
দর্শক বিহীন নাট্য মঞ্চে পাকা অভিনেতা এক,
কেউ বলার নেই
কেউ দেখার নেই
তবু ফুরায় না এক ভোজন সময়,
জীবনের সব লেনদেন!!

৮৪৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  এক সাথে কথা বলে উঠে একে অপরের মুখে!
  কেউ কারো চেয়ে কম নয় কোন অংশে
  সে ভগ্নাংশ হোক
  অথবা পূর্ণ সংখ্যা

  ভগ্নাংশ হোক
  অথবা পূর্ণ সংখ্যা

  তাইত আমরা সবাই সবার দুঃখে আপনজনের মত সহানুভূতির হাত মেলে ধরব। যত টুকু সাধ্য আপন পর দেখে রাখব। চমত্কার কবিতার মেসেজ জসিম ভাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেখা

 3. আঃ হাকিম খান মন্তব্যে বলেছেন:

  কেউ বলার নেই
  কেউ দেখার নেই

  এটাই এখন নিওতি।

 4. গুলশনারা মন্তব্যে বলেছেন:

  জীবনটা এমনই হাকিম ভাই।

 5. ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

  আপনার লেখা নিয়মিত আশা করছি। আসুন সবাই এখানে প্রতিদিন কিছু না কিছু লিখি আর অন্য যারা লিখেন তাদের উৎসাহ দেই। ভাল থাকুন সবসময়।

 6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  সুন্দর লেখা

 7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কবি ভাইয়ের সাথে আমরা সবাই সাবধান থাকব, যেন পচা শামুকে পা না কেটে যায়।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধকর লিখনী ভালই লাগলো ,,,,,,,,,,
  দারুন বেশ সুন্দর
  শুভ কামনা থাকলো

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top