Today 10 Apr 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লোভীর পরার্মশ

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ২৯/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1045বার পড়া হয়েছে।

আষাঢ়ে   ভরা   এক    বিলে

উড়ন্ত    এক   চিলে,

ঝপাত  করে  এক  ধরেই  মাছ

খেয়ে  ফেললো   গিলে ।

মাছটি   খেতে   দেখিতে ই  কাক

তোষামোদে   বলে

একা ই  খেয়ে  ফেললে  ভায়া

খেতাম   দুয়ে  মিলে ।

মাছ  শিকারে   যাও  যখন

আমাকে   সাথে   নিও

শিকার    করা   মাছটি  নিয়ে

আমার   বাসায়  যেও ।

বসার   জন্য    পিড়ি   আছে

থালা   আছে   খাবার

সেই খাবার  পরে   যায়  কখন

কিছু   বলা যায  তার ?

একটি   ধরে    অমনি   যদি

আরো  এক  সন্ধান পাও

আমার  কাছে  জমা   রেখে

অমনি    চলে    যাও ।

ভয়   নেই  কোন  আমার  বাসায়

আসেনা   কে উ   তেড়ে

নিশ্চিন্তে   তা  খেতে  পারবে

কে উ  নেবেনা  কেড়ে ।

ভাবছো  কি আর  চুপটি   করে

আর   কিষে  তোমার  ভয?

জমা   কভু  যায়না  খোয়া

যদি  তা  না  হয়  ক্ষয় । ।

 

 

 

 

১,১০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১৬ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর হইছে কবিতাটি ।
  আপনার মঙ্গল কামনা করছি ।

 2. আহমেদ নিরব মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল।
  শুভ কামনা।

 3. শাহিন মন্তব্যে বলেছেন:

  ছন্দ ময় কবিতা । পড়ে ভাল লাগল ।

 4. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

  বেশ সুন্দর হয়েছে, থিমটাও চমৎকার।

 5. আরজু মন্তব্যে বলেছেন:

  পড়লাম কবিতা।ভাল লেগেছে ।

  ঝপাত করে এক ধরেই মাছ

  খেয়ে ফেললো গিলে ।

  মাছটি খেতে দেখিতে ই কাক

  তোষামোদে বলে

  একা ই খেয়ে ফেললে ভায়া

  খেতাম দুয়ে মিলে ।

  ছোটদের স্কুলের কবিতা হিসাবে ভাল হবে।ধন্যবাদ।ভাল থাকবেন।

 6. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  খুশী হলাম আপনার ভাল লেগেছে শুনে । শুভ কামনা । ভাল থাকুন ।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসম্ভব সুন্দর ছড়া
  ভাই আমারে ছড়া লিখা শেখান তো এবার

 8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা।

 9. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ভাইয়া, আমার নিকট ছড়াটি অস্বাভাবিক ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

 10. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভাল হইছে

  ভালো লাগা জানিয়ে গেলাম

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top