Today 15 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শরৎ এলো

লিখেছেন: কে এইচ মাহবুব | তারিখ: ২৭/০৮/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 786বার পড়া হয়েছে।

শরৎ এলো শিঊলি ফুলে
শরৎ এলো কাশে,
শরৎ এলো শাপলা ফুলে
শরৎ এলো ঘাসে ।

শরৎ এলো পদ্ম পাতায়
শরৎ এলো বিলে,
শরৎ এলো বদ্দ ডোবায়
শরৎ এলো ঝিলে ।

শরৎ এলো আকাশে বাতাশে
শরৎ এলো পাতায়,
শরৎ এলো মেঘ ভাসিয়ে
শরৎ এলো ছাতায় ।

শরৎ এলো ঘোমটা দিয়ে
নব’ বধূঁর মতো ,
শরৎ এলো রোগ সারাতে
অসুস্থতা আর ক্ষতো ।

৮৯৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪। ই-মেইলঃ khmahabub@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৮৯ টি
সর্বমোট মন্তব্য: ৭১২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৩ ০৫:৫৩:৪৫ মিনিটে
Visit কে এইচ মাহবুব Website.
banner

১০ টি মন্তব্য

 1. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

  ভালো লাগলো আপনার কবিতা।

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সুন্দর ছন্দময় কবিতা–ধন্যবাদ।

 3. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  চলন্তিকার সকল পাঠক ও লেখক ভাই বোনেরা আপনারা হয়তো আমার মাধ্যমে কিছুটা হলে ও জানতে পেরেছেন যে,
  আমাদের একটি সাহিত্য সংসদ আছে, সেটি প্রতি মাসের প্রথম শু্ক্রবার বিকাল পাঁচটায় শুরু হয় । কিছুদিন আগে আশির দশকে পুরুস্কার প্রাপ্ত কবি আসাদ বিন হাফিজ ভাইকে তাঁর অফিস থেকে বর্তমান সরকার গ্রেপতার
  করেছেন ,একজন কবি যে খারাপ হয় তা আমার জানা নাই ,সেটা সরকারই জানেন । তিনি একবার আমাদের সাহিত্য সভায় এসেছিলেন । তার নিজের লেখা একটি বই আমাকে গিফট করেছিলেন এবং আমার সাথে সাভারের জাতীয় স্মৃতি সৌধে ঘুরতে এসেছিলেন । তার সে গ্রেপতারের খবরটি পত্রিকাতে পড়ে মনের গভীরে নিজের অজান্তে গোপনে আজো কান্না আসে । তিনি যেন ভালভাবে আমাদের মাঝে ফিরে আসেন সৃস্টি কর্তার কাছে সেই কামনা করে শেষ করছি ভাল থাকবেন সবাই… আল্লাহ হাফেজ ।

 4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

  ছন্দের অপরূপ সমাহার, পড়ে ভালো লাগল । কবির জন্য শুভ কামনা ।

 5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  শরৎ যে কত রূপে আসে তা আপনার কবিতা পড়ে জানলাম।

 6. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  এ টি এম মোস্তফা কামাল :সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন । আগামী কালকের টা পড়ার আমন্ত্রণ রইল ।

 7. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  তাপসকিরণ রায় :সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন । আগামী কালকের টা পড়ার আমন্ত্রণ রইল ।

 8. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  এ হুসাইন মিন্টু :ভাই সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন । আগামী কালকের টা পড়ার আমন্ত্রণ রইল ।

 9. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

  আমির হোসেন :ভাই সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন । আগামী কালকের টা পড়ার আমন্ত্রণ রইল ।

 10. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  শরতের খুব সুন্দর কবিতা হয়েছে।
  বানানের ব্যাপারে আরো যত্নশীল হলে কবিতা সুন্দর হয়।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top