Today 20 Jan 2018
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শামুক

লিখেছেন: শওকত আলী বেনু | তারিখ: ১১/০৬/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 360বার পড়া হয়েছে।

তোর তো দেখি সবই আছে
আমার আছে তোর মতোই
সঙ্গী আছে
স্বপ্ন আছে
স্বপ্ন দেখানোর মানুষ আছে
গান শোনাবার পাখি আছে।

তুই ছাড়া মোর দিনগুলো-
জানিস তবে কেমন কাটে?
পথে-ঘাটে
রাত-দুপুরে
চার দেয়ালের বদ্ধ ঘরে !

জানতে চাস তুই ?
বলছি তবে-
শামুক তো আমি হয়েছি কবে
শক্ত করোটিতে বেঁধেছি যবে।

 

৩৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
লেখালেখি করি।সংবাদিকতা ছেড়েছি আড়াই যুগ আগে।তারপর সরকারী চাকর! চলে যায় এক যুগ।টের পাইনি কী ভাবে কেটেছে।ভালই কাটছিল।দেশ বিদেশও অনেক ঘুরাফেরা হলো। জুটল একটি বৃত্তি। উচ্চ শিক্ষার আশায় দেশের বাইরে।শেষে আর বাড়ি ফিরা হয়নি। সেই থেকেই লন্ডন শহরে।সরকারের চাকর হওয়াতে লেখালেখির ছেদ ঘটে অনেক আগেই।বাইরে চলে আসায় ছন্দ পতন আরো বৃদ্বি পায়।ঝুমুরের নৃত্য তালে ডঙ্কা বাজলেও ময়ূর পেখম ধরেনি।বরফের দেশে সবই জমাট বেঁধে মস্ত আস্তরণ পরে।বছর খানেক হলো আস্তরণের ফাঁকে ফাঁকে কচি কাঁচা ঘাসেরা লুকোচুরি খেলছে।মাঝে মধ্যে ফিরে যেতে চাই পিছনের সময় গুলোতে।আর হয়ে উঠে না। লেখালেখির মধ্যে রাজনৈতিক লেখাই বেশি।ছড়া, কবিতা এক সময় হতো।সম্প্রতি প্রিয় ডট কম/বেঙ্গলিনিউস২৪ ডট কম/ আমাদেরসময় ডট কম সহ আরো কয়েকটি অনলাইন নিউস পোর্টালে লেখালেখি হয়।অনেক ভ্রমন করেছি।ভালো লাগে সৎ মানুষের সংস্পর্শ।কবিতা পড়তে। খারাপ লাগে কারো কুটচাল। যেমনটা থাকে ষ্টার জলসার বাংলা সিরিয়ালে। লেখাপড়া সংবাদিকতায়।সাথে আছে মুদ্রণ ও প্রকাশনায় পোস্ট গ্রাজুয়েশন।
সর্বমোট পোস্ট: ২০৩ টি
সর্বমোট মন্তব্য: ৫১৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৭ ০৯:২৪:৩১ মিনিটে
banner

৭ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর কবিতা

  ভাল লাগায় ভরপুর

 2. মাজেদ হোসেইন মন্তব্যে বলেছেন:

  সুন্দর …ছন্দময় কবিতা
  ভালো লাগলো পড়ে

  শুভেচ্ছা জানবেন কবি.

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  সুন্দর …ছন্দময় কবিতা

 4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  জানতে চাস তুই ?
  বলছি তবে-
  শামুক তো আমি হয়েছি কবে
  শক্ত করোটিতে বেঁধেছি যবে।

  বেশ লিখছেন ইদানীং ! ভিন্ন অঙ্গনে এসে আপনার লিখার ধার মনে হয় আরো বেড়ে গেছে ! :)
  শুভেচ্ছা জানবেন কবি ।

 5. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  Brother…
  obasheshe shamuke unnayon?
  Not bad…….

  Thanks Benu vai .

 6. রাজিব সরকার মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ ছন্দময় লিখনী

  চমৎকার ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top