নোটিশ
শারদীয়া
এই লেখাটি ইতিমধ্যে 1203বার পড়া হয়েছে।
সুখের আগার বাপের বাড়ি
কাটিয়ে যাও চারটি দিন
কাশফুলের দুয়ার সাজাই
শিউলি ঝরাই ভোর রঙিন
শিশিরের আলতো ছোঁয়া
ঘাসের মুখ তোমার প্রতীক্ষায়
মুক্তি আলোর সুর খেলে
যায় নতুন ক্রেজের অপেক্ষায় ।
অ-সুখ ঘর-মন্ডপে
উদ্দাম মিলন দেয় আনন্দ হিল্লোল
বছরভর দুর্গতির বিনাশ
আশায় থিমের ভাবনা কল্লোল
ফুলেল আঁচলে মাখা
আকাশ সাদা মেঘের ভেলায়
আজন্মের যুগ বেঁচে থাকছে
এমনি শারদ শুভেচ্ছায় ।
১,১৯৮ বার পড়া হয়েছে
শারদীয় শুভেচ্ছা