Today 25 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শীত

লিখেছেন: Crown. | তারিখ: ০৫/১২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1041বার পড়া হয়েছে।

শীত পড়েছে ঠাণ্ডা ধরেছে আমার সারাগায়ে
থর থরিয়ে কাঁপছে শরীর কাঁপন ধরছে পায়ে !
থাকব না রাত জেগে বেশী ঘুমাব তাড়াতাড়ি
কোন মতে এমন ভাবে দিব শীত কালটা পাড়ি !

১,০২৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি ভারতীয় তাই ভারতীয় আদর্শে বিশ্বাসী । ভারত আমার জন্মভূমি তাই এদেশকে সবচেয়ে বেশী ভালবাসি । সারি জাহা সে আচ্ছা ভারত হামারা ।
সর্বমোট পোস্ট: ৪৬ টি
সর্বমোট মন্তব্য: ২৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১০-১৪ ০৪:৪১:০৭ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  ক্রাউন ভাই, শীত নিয়ে লেখা কবিতা খুব ভাল লাগলো , ধন্যবাদ ভাল থাকবেন

 2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  সময়োপযোগী লেখা ছড়াটি ভাল লাগলো । তবে তাল ও ছন্দ ছড়ার জান । এই ছড়াটিতে শব্দ স্থাপনে গুরুত্ব কম দেওয়ায় তাল কেটে গেছে । আবার যেহেতু একটু লম্বা চরনের ছড়া, সেহেতু পর্ব বিন্যাসেও খেয়াল রাখাও দরকার । শব্দ একটু নড়া চড়া করলে কেম্ন হয় ভেবে দেখবেন । যেমন—–
  শীত পড়েছে ঠান্ডা ধরেছে , আমার সারা গায়,
  থর থরিয়ে কাঁপিছে শরীর , কাপণ ধরছে পায়,
  থাকব না বেশী রাত জেগে তাই, ঘুম তাড়াতাড়ি,
  কোন মতে এমন ভাবে শীত, কালটা দিব পারি । ধন্যবাদ সুন্দর ছড়ার জন্য । ভাল থাকুন ।

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব ভাল লাগল ।
  ধন্যবাদ সুন্দর ছড়ার জন্য

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  আমার মত দেখি শীত ভয় পান। ছড়া সুন্দর হয়েছে।

 5. সেতারা ইয়াসমিন হ্যাপি মন্তব্যে বলেছেন:

  শীতকালটা ভালই লাগে… তবে ঠান্ডার জন্য একটু কষ্ট হয় এই যা…ভাল লেগেছে লিখা…!

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top