Today 30 Oct 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শুভ -অশুভর দ্বন্ধ

লিখেছেন: নাজমুল হক পথিক | তারিখ: ২৩/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 874বার পড়া হয়েছে।

শুভ-অশুভর দ্বন্ধ
আজ বড় বেশি প্রকট মনে হয় ।
প্রাগৈতিহাসিক যুগ থেকে
এই দ্বন্ধে ভেসে গেছে অগণন মানুষের হৃদয় ্
রক্তে হাড়ে জন্মেছে ঘাস ।
স্বর্গের দুয়ার হয়েছে রুদ্ধ ।
পিরামিড যুগ থেকে ইনকা সভ্যতা
ধ্বংস আর অন্ধকার জেগে থাকে
অশুভ হৃদয়হীন রাজ্যে ।
ডাইনির মতো দুহাতে নেয় ঘুষ ,
লেখে অসত্য রিপোট ।
বারমুডা ট্রেঙ্গেল ঘুরে ভেসে যায় মানবতা ।
দূর ছায়া পথ পেরিয়ে
শত আলোকবর্ষ পাড়ি দিয়েে ,
আমরা কেন পারি না
এই অশুভ দানবটাকে নিপাত করতে ?
ঘুনের ভিতরে ঘুনের বাসা ,
ফাঁপা বাঁশ ফাঁপা হয় ভেতরে ভেতরে ।
সাধু সেজে কংকালের উপরে
পরানো হয় নতুন পোষাক ।
এই অধঃপতিত হৃদয়
আর কত কাল বয়ে বেড়াতে হবে ?

৮৪৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নেত্রকোণা জেলার সুসং দুর্গাপুরে ১৯৭০ সালে জন্ম । ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রী অর্জন করি । বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়জিত আছি । লেখা লেখির শুরু স্কুল জীবন থেকেই । বর্তমানে প্রথম আলো ব্লগ, গল্প কবিতা ডটকম, চলন্তিকা ব্লগ, জলছবি বাতায়ন, সামহোয়র ইন ব্লগ, শব্দনীড় ব্লগ, চতুর্মাত্রিক প্রভৃতি ব্লগে নিয়মিত লিখছি । আমার ই-মেইল nazmulpathik@gmail.com , মুঠোফোন 01720018092 , 01938769642 ।
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ১৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-২১ ০৭:০৫:৩৪ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Moner kshove Mon kande
  valo laglo Lekh ti

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  শুভ-অশুভর দ্বন্ধ
  আজ বড় বেশি প্রকট মনে হয় ।
  শুভ-অশুভর দ্বন্ধ ছিল , আছে এবং থাকবে তবে দেরিতে হলেও শুভর জয় হবেই হবে।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  যত অশুভ ভেসে যাক এই বছরই
  নতুন আলো আসুক ফিরে

  কবিতা ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top