Today 05 Aug 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শেষ চরণ

লিখেছেন: প্রহেলিকা | তারিখ: ২৩/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 716বার পড়া হয়েছে।

বাকহীন বৃক্ষের তৃষ্ণার্ত ছাঁয়া জানে
জানে বুকে শয্যা পাতা নিখাদ ধুলো,
কতবার গিয়েছি ছুটে প্রাচীন পথে
বেলা অবেলায় বিদ্রুপের ধুম্রজালে।
যে পথের আঁচলে বেঁধে আধখানা চাঁদ
হিরন্ময় উদাসে নামায় শামুক রাত,
সন্ধ্যালোকে তার শাড়ির ভাঁজে ভাঁজে
আহত জোনাকিরা করে প্রেম অনুবাদ।

দাঁড়ায়নি কখনো ক্লান্ত দু’পা সমান্তরাল,
থামেনি জুয়াড়ি বেসাতি আবেগের প্রস্থ মাপে।
তবুও সে পথ গড়িয়ে গড়িয়ে মিশে যায়
কোন এক অচেনা বিন্দুতে, মায়াময় প্রভাতে
ছোঁয়া হয় না পথ কবিতার শেষ চরণ।

৭০৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৮ টি
সর্বমোট মন্তব্য: ১৪০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-১১ ১৮:২১:৪১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর পরিচ্ছন্ন ভাবনার লেখা
  ভাল লাগল

 2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আহত জোনাকিরা করে প্রেম অনুবাদ
  একজন কবির সাথে প্রকৃতির সকল কিছুই যেন মনের মাধুরী মিশিয়ে কথা বলে।
  ধন্যবাদ কবি।

 3. কল্পদেহী সুমন মন্তব্যে বলেছেন:

  প্রচন্ড অর্থবোধক ও সুন্দর কবিতার জন্য আপনাকে ধন্যবাদ

 4. নাজমুল হক পথিক মন্তব্যে বলেছেন:

  অসাধারণ।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার লিখেছেন। ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top