শয়তান এখনও আছে সাথে
এই লেখাটি ইতিমধ্যে 650বার পড়া হয়েছে।
আউযূ বিল্লাহিমিনাশ শাইতানীর রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
যেখানে আমি চলি
শয়তান ও চলে পিছু।
শোনাতে চায় সব হিতবাক্য
বলে শোন আমি বলি।
বলতে বলতে বন্ধুরই মত
বসে পড়ে পাশে
যত পড়ি আউযুবিল্লাহ
অথবা লাহাওলা ।
সে যায়না চিরতরে
ছেড়ে আমায়
দরজা দিয়ে বের হওয়ার
ভানে আবার পাশে বসে পড়ে।
সে এক অকৃত্রিম
এক নাছোড়বান্দা প্রেমিক।
কোথায় না করে অনুসরন
ওযুতে নামাজে কোরান পড়ায়।
ওজু করতে যাই
পড়ি বিসমিল্লাহিল আলিয়ূল আযীম
তাগাদা দিতে শুরু করে
কানের কাছে গুনগুনিয়ে।
ওযুতে ষায় হয়ে
তাড়াহুড়া।
নামাজে দাড়াতে গেলে
দেয় মনে করিয়ে
কখন কোন বন্ধু
দিয়েছে গাল
করেছে বকা ঝকা
আমিও তখন নামাজ ফেলে
অবতীর্ন হই বন্ধুর সাথে
মল্ল ষুদ্ধের কল্পনাতে।
পিছনে দাড়িয়ে
আনন্দেতে শয়তান
দিতে থাকে
হাতে তালি।
এখানে তার স্বার্থকতা
মনের অলিগলি গতিবিধি
সবই তার জানা
আমার দূর্বলতা
ইচ্ছা অনিচ্ছা
কোন কিছু নয় তার অজানা
মিশে যেতে পারে
রক্তে দ্রুতিতে
খেলে সে আমাদের নিয়ে
তার ইচ্ছে অনিচ্ছায়।
এ তার প্রতিশোধ
মানবের প্রতি।
মানবের কারনে
সে আল্লাহর আনুকূল্য ছাড়া।
মানব অবজ্ঞা করায়
আজ ফেরেশতার সর্দার আযাযীল থেকে
হয়েছে সে পশু আকৃতি ইবলীশ।
অভিমান ভরে আল্লাহকে বলে
আমার একটা ভূল তুমি
করলেনা ক্ষমা ।
বের করে দিলে আশ্রয় থেকে।
যেখানে মানুষ পেয়ে যায় ক্ষমা
করে শত সহস্র ভূল আর পাপ।
আর আমি মানুষ তখন
কৃতজ্ঞতায় নোয়াই মাথা
স্রষ্টার কাছে পড়তে পড়তে
লা হাওলা ওয়ালা কুআতা
ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আযীম।
যদিও শয়তান এখনও আছে সাথে।
৭২৩ বার পড়া হয়েছে
মাঝে মনে হয় আমরাই বা শয়তানের চেয়ে কম কি??
আপনি অনেক ভাল দোলন।আপনার লিখায় অনেক বিবেক দেখতে পাই।চলন্তিকার সব লেখক রা আমি দেখছি কম বেশী সবই আদর্শপরায়ন। তবে আমাদের রাজনীতি যারা নিয়ন্ত্রন করছে তাদের দেখে শয়তান ও লজ্জা পাচ্ছে।
আল্লাহ আপনাকে শয়তানের ওয়াচ ওয়াচা
থেকে হেফাজত করুন,
ভাল থাকুন।
ধন্যবাদ কাশেম ভাই।আপনার দোয়া নিশ্চয় আল্লাহর কাছে চলে গেছে।
শয়তানের কাজই তো হলো শয়তানি করা। আর আমরা মানুষরা হলাম অনুকরণশীল, শয়তানরা থাকে মানুষের সাথে সাথে আর আমরা মানুষরাও তাদের অনুকরণ করে থাকি। বেশ সুন্দর কবিতা লিখেছেন ভাই। ভালোলাগা আর শুভকামনা সতত।
ধন্যবাদ ফেরদৌসী সুন্দর মন্তব্যের জন্য
সরি আপু, আপনাকে আমি ভাই মনে করেছিলাম কিন্তু আজ আপনার লেখক পরিচিতিটা পড়ে বিস্তারিত জানলাম। সুতরাং ভাই বললাম বলে কিছু মনে করবেননা প্লিজ। এখন থেকে আর ভুল হবেনা।
কবিতার মূলভাব আর যা বুঝাতে চাচ্ছেন তা স্পষ্ট বুঝেছি ।অনেক ভাল লাগল ।
আপনার কিছু উন্নতি পরিলক্ষিত হয়েছে ।
আপনাদের দোয়ায়।ধন্যবাদ পাঠক ও সমালোচক।চাই বেশী বেশী করে আমার লিখা পড়ে পরামর্শ দিবেন।
সে এক অকৃত্রিম
এক নাছোড়বান্দা প্রেমিক।
কোথায় না করে অনুসরন
ওযুতে নামাজে কোরান পড়ায়।
এখানে একটু অন্য রকম মনে হলো ।
প্রেমিকরুপে চরম শত্রু লিখলে আমার মতে যথার্থ হত ।
অন্যথায় খুব ভাল লেগেছে ।
ভাল লেগেছে কবিতাটি । ভাল থাকুন ।
আর বল না আপু শয়তান লেগেই থাকে পিছু ……। আল্লাহ যেন আমাদের শয়তান মুক্ত রাখেন। লেখা ভাল লাগল
আপনার প্রতি শুভকামনা রইল , ভাল থাকবেন বেরাতে আসবেন ।
সত্যি কিন্তু আছে
মুগ্ধ হলাম পড়ে