Today 07 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ষষ্টকে : কানা

লিখেছেন: এম, এ, কাশেম | তারিখ: ২৬/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1063বার পড়া হয়েছে।

Belot Bullet
(১)
চোখ থাকতে যে জন সাজে অ-সভ্য কানা
কানা বলতে তারে কিন্তু আইনে মানা
ঘটেছে যা সকলের দেখা- জানা- শুনা
যা দেখেছ, যা শুনেছ – সবই রটনা
জানের মায়া- প্রানের ভয় কে যে করে না
ভাসুরের নাম – কেউ তাই মুখে আনে না ।

(২)

হাজার মানুষ সাজলো কানা
ক্যামরা গুলো না
সভ্য মানুষ সাজলো প্যাঁচা
লজ্জা করলো না
ছবি দেখে রবি ডোবে
সন্ধ্যা হলো না।

(৩)

অসির চেয়ে মসি বড়
একটা সময় ছিলো
যুগ পাল্টেছে অসি যে তাই
মসির জায়গা নিলো
ব্যালট বুলেট মিলে মিশে
ভাই বোন হয়ে গেলো।

১,০৬২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২২ টি
সর্বমোট মন্তব্য: ২৮০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৬ ০৫:৪৪:৩৪ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সুন্দর লিখেছেন

  শুভেচ্ছা কবি

 2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর লিখেছেন ।
  শুভেচ্ছা নিবেন কবি ।

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যের ছন্দে মুগ্ধ
  বেশ দারুন
  বেশ ভালো ভাবনার প্রয়াস

 4. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বাহ্, বেশ ভাল লাগল কবি –
  “জানের মায়া- প্রানের ভয় কে যে করে না
  ভাসুরের নাম – কেউ তাই মুখে আনে না ।”
  শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top