Today 18 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সইতে পারি

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১৯/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 776বার পড়া হয়েছে।

আমি কষ্ট পেতে ভালবাসি
কষ্ট দিতে পাই জ্বালা ;
যে করে মোরে ঘৃণা
আমি দেই তারে প্রীতির মালা ।

মোর পানে না হেরিয়ে কেহ
বদন ফিরায়ে লয় ;
পশ্চাতে যদি মোর কুত্‍সা রটে
সবার কর্ণে কয় ।

তবুও ভালবাসি তারে আমি
দেই সদা মান ;
হয়না তো ঘৃণা সৃজন
বাড়ছে হৃদয় টান ।

দ্বাদশ বছর তুমি তা
বুঝেছ নিশ্চয় ,
সদা যাঞ্চা করি হিয়াতে যেন
মানবতা বোধ হয় ।

আমার মজাই লাগে কষ্ট যাতনা
লাগেনা যে তিক্ত ;
আমি সইতে পারি হাসি মুখে
অজস্র ব্যথা যত ।

জানি একদা ভ্রান্ত ভাঙ্গবে তোমার
শুধু প্রয়োজন কিছুকাল অপেক্ষার ;
কয় যে ক্ষুদ্র,সে অণু সমান
সইতে পারে যে,সে বিরাট মহান ।

৮৭২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

১০ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  লাইলীর প্রেমে পাগল মজনু
  হুমায়রার প্রেমে কবি শেখ শান্ত হিমু

  অনেক ভাল লাগা।

 2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আমি কষ্ট পেতে ভালবাসি
  কষ্ট দিতে পাই জ্বালা ;
  যে করে মোরে ঘৃণা
  আমি দেই তারে প্রীতির মালা।
  ————————
  বাহ চমৎকার প্রেমের কাব্যমালা।

 3. পাঠক ও সমালোচক মন্তব্যে বলেছেন:

  তবুও ভালবাসি তারে আমি
  দেই সদা মান ;
  হয়না তো ঘৃণা সৃজন
  বাড়ছে হৃদয় টান ।
  অসাধারণ ছন্দময় প্রেমকাব্য ।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হিমি নামটা সুন্দর

  কবিতা ভাল লাগছে

 5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  এই পৃথিবীতে যত মানুষ মহৎ হয়েছে, তাদের সকলের মুলেই ছিল ধৈর্য,
  আর কবি ভাই এখানে তার ভালবাসার মানুষটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছে।

 6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  ভালো হইছে কবি

  ভালো লাগলো খুব
  শুভ কামনা থাকবে

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top