Today 27 May 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সখী

লিখেছেন: শাহানারা রশিদ ঝর্ণা | তারিখ: ১২/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 989বার পড়া হয়েছে।

নোংরা জলে ভিজলো কি তোর সবুজ তাঁতের শাড়ি
ভয় পাস না তবু সখী আসিস আমার বাড়ি
আদর সোহাগ সবি দেবো
মান ভাঙানোর ওষুধ দেবো
তুই যে আমার ছোট্ট বেলার পুতুল খেলার সাথি
তোকে ভেবে আজো আমি জ্বালি সন্ধা বাতি
তুই যে আমার স্মৃতির পাখি
তাইতো আমি তোকেই ডাকি
তুই ছাড়া আর কেউ নাইতো আমার মনের মত
তোকে নিয়েই মন দেউলে ভাবনা সাজাই শত .৷

৯৮২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪১ টি
সর্বমোট মন্তব্য: ১৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-৩০ ০৬:৫৯:২০ মিনিটে
banner

১২ টি মন্তব্য

 1. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

  at a ki Mon banganor kobita

 2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  বড় হয়েও ছোট বেলার স্মৃতি নিয়ে এমন করে ক’জন লিখতে পারে । চমৎকার লিখেছেন ।
  শুভ কামনা ।

 3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  “তুই ছাড়া আর কেউ নাইতো আমার মনের মত
  তোকে নিয়েই মন দেউলে ভাবনা সাজাই শত৷”
  খুবই সুন্দর হয়েছে কবিতা। কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা –

 4. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  ভালোলাগা রইল

 5. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লিখেছেন ভাই।

 6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  খুব ভালো লিখেছেন

 7. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  দারুন তো। সখির জন্য এ কি প্রেম

 8. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  সখীর আপন ভাবনাগুলি কবিতার ছন্দে খুব ভাল লাগলো।

 9. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  নাইস লিখা……….
  দারুন কাব্যতা ….মুগ্ধতা জানুয়ে গেলাম
  শুভ কামনা রইল

 10. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  Sabaike antorik shuvesca janalam ….

 11. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মুগ্ধতা জানিয়ে গেলাম
  শুভ কামনা

 12. শাহানারা রশিদ ঝর্ণা মন্তব্যে বলেছেন:

  কবিতাটি পড়ে সুন্দর মতামত প্রকাশ করার জন্য সবার প্রতি রইল আমার অশেষ শুভকামনা….

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top