নোটিশ
সচিত্র
এই লেখাটি ইতিমধ্যে 941বার পড়া হয়েছে।
মাখন তুলে খাওয়ার স্বভাব বৈচিত্র্যে
আশার তীর্থ লুকিয়ে থাকে,
পুণ্যস্নান নিজেকে লুকিয়ে রেখে, দেখে
জড়িয়ে পড়ছে সত্ত্বার পাকে।
ভাগ বাটোয়ারায় অনধিকার চিত্র
বার বার মুখোশে বিভক্ত
এবার জব্দ হওয়া বিশ্বাসের মিশেল
বয়ে যায় মোহময় রক্তে।
সহজ আক্ষরিক বদহজমে জটিল
খোঁজে যায় সহাস্য দিনান্ত
পাথর সরিয়ে যেটুকু ফলমূল
তাতেই সে আবার শান্ত।
৯৩৭ বার পড়া হয়েছে
বেশ,
ভাব এবং ভাষার কাজ ভালো লাগল