সবাই যেন চুপসে গেছে!!
এই লেখাটি ইতিমধ্যে 796বার পড়া হয়েছে।
চলন্তিকা ব্লগটি কী সত্যি ঝিমিয়ে পড়ছে? নাকি মরে যাচ্ছে। না কোনটাই আশা করছিনা।তবু না বলে পারছিনা।কারণ এখানে এখন নেই কোনো সক্রিয় ধারাবাহিক ব্লগিং।সবাই যেন চুপসে গেছে।এইভাবে আর কয়দিন চলতে দেয়া গেলে ব্লগটি সক্রিয় রাখা দুরূহ হবে।ভালো লেখক ধরে রাখাও কঠিন হবে। কারণ ব্লগিং এ চলছে এখন তুমুল কম্পিটিসন। এইটি আমার একান্ত ব্যক্তিগত ভাবনা। মাঝে মধ্যে আমি ডু মারি।কাউকে খুঁজে পাইনা।
এইদিকে সম্পাদকের কৈফিয়তের সময়সীমা পেড়িয়ে যাচ্ছে।আর মাত্র দুই দিন বাকি। চলন্তিকা ব্লগ সম্পাদক জানিয়েছিলেন ১৫ মার্চ থেকে চলন্তিকা আসছে নতুন আঙ্গিকে।এরই মধ্যে কোনো আপডেট মেসেজও দেয়া হয়নি।যেহেতু আপডেট পাইনি, ধরে নিচ্ছি আর মাত্র দুদিন পরেই চলন্তিকা হয়ে উঠবে প্রানবন্ত। আবারো শুরু হবে ব্যাপক ব্লগিং।ব্লগারদের মধ্যে চলবে নিয়মিত আড্ডা।প্রাণ ফিরে পাবে চলন্তিকা।
ব্লগ কর্তৃপক্ষ কী ভাবছে আমার জানা নেই। এইটুকু জানি ১৫ মার্চ থেকে আসবে নতুন আঙ্গিকে। আর তাইত সেই মহাক্ষণের অপেক্ষায় থাকলাম। দেখা হবে সব বন্ধুদের সাথে আবারো। গুড বাই সবাইকে।
৮১৩ বার পড়া হয়েছে
আমরা নতুন রা আছি তো
আমরা তো আমরা আমরা ই নাকী