Today 12 Nov 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সম্পর্কটা এখন বীভৎস

লিখেছেন: সাখাওয়াৎ আলম চৌধুরী | তারিখ: ১৬/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 751বার পড়া হয়েছে।

“”সম্পর্কটা এখন বীভৎস “”

নিশুতি রাতের আলো আঁধারের মতো
তোমার আমার সম্পর্কটা এখন অস্পষ্ট।
হাত বাড়িয়ে আমি তোমায় ছুঁতে চাই ..
কিন্তু হাতের নাগালের আশপাশে তুমি নেই ;
আমার ইচ্ছের আকাশে মুক্ত বিহঙ্গরা 
তোমার আঙিনায় এসে মুখ থুবড়ে পড়ে থাকে।
একদা উজ্জ্বল শুভ্র কাশফুল গুলো
কেন জানি তোমার ইশারায় নিষ্প্রভ।
সাঁঝের আলোয় তোমার কামুকী রূপ
আজ আর ধরা দেয় না নিঃসঙ্গ কামনায়।
তোমার আমার সম্পর্কের অস্তিত্বটা
এখন বিষাক্ত ফরমালিনের করুন ছোঁয়ায় জীবিত।
যা প্রতিনিয়ত ইচ্ছের বিরুদ্ধে বয়ে চলছে ;
আমার অস্তিত্বে যেখানে তোমার শ্বাস ছিলো,
যেখানে আজ অবিশ্বাসের কীটেরা
তোমায় প্রতিনিয়ত দিচ্ছে মরণ কামড়।
তাই মৃতপ্রায় এই সম্পর্কের বীভৎস রূপ
দেখার চেয়ে এসো দুজনে মিলে মুক্ত
বাতাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।

16/7/14

৭৩৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৬ টি
সর্বমোট মন্তব্য: ৬১০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-২৩ ০৬:৩৯:৩৩ মিনিটে
banner

৯ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  সুন্দর কবিতা । ভাল লাগল । শুভ কামনা ।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Jibon jontranar chhobi
  besh bhalo laglo

 3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  দুর্দান্ত লিখেছেন আলম ভাই !! শুভেচ্ছা ——– ।।

 4. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  তোমার আমার সম্পর্কটা এখন অস্পষ্ট।
  হাত বাড়িয়ে আমি তোমায় ছুঁতে চাই ..
  কিন্তু হাতের নাগালের আশপাশে তুমি নেই ;
  আমার ইচ্ছের আকাশে মুক্ত বিহঙ্গরা
  +++++++++++++++

  ভাল লেগেছে কবিতা । কবিকে অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন সাখওয়াত ভাই।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  নরুন করে বাঁচার স্বপ্ন দেখাই যাই

  আশা পূর্ণ হউক

  সুন্দর কবিতা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top