নোটিশ
সময় (লিমেরিক)
এই লেখাটি ইতিমধ্যে 955বার পড়া হয়েছে।
আমার সময় আমার সাথে যতই করুক লুকোচুরি
তোমার সময়ে তোমাকে আমি দেখাব না জারিজুরি
সময় রাখে আমাকে অসময়ে
আমি সময় খুঁজি কর্ম প্রত্যয়ে
সময় শুধুই হোক আমাদের বেঁচে থাকার বাহাদুরি ।।
৯৪৮ বার পড়া হয়েছে
সুন্দর লিমেরিক
শুভেচ্ছা কবি –
ধন্যবাদ
প্রিয় কবি দীপঙ্কর বেরা ভাই আপনাকে সহস্র ধন্যবাদ
লিমেরিক ইজ নাইস
ভাল ভাবনার প্রকাশ ………….
শুভ কামনা থাকলো
শুভ সকাল
অনেক ধন্যবাদ
সময় শুধুই হোক আমাদের বেঁচে
থাকার বাহাদুরি
হ্যা এইটাই হোক
সুন্দর লিখেছেন
ধন্যবাদ
লিমেরিক ঝড় উঠলো বুঝি চলন্তিকায় !
চমৎকার লিখেছেন সময় নিয়ে ।
লিমেরিকে ভালোলাগা রইলো ।
উঠুক ঝড়
ভাল থাকবেন
বাহ! সত্যিই সুন্দর… আসলে সময়টা তো বেঁচে থাকারই বাহাদুরি…!
কবির জন্য শুভকামনা…!
ধন্যবাদ