Today 13 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সরষে ফুল

লিখেছেন: কে এইচ মাহবুব | তারিখ: ২৮/০১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 873বার পড়া হয়েছে।

 

আজ আর যাওয়া হয়না ক্ষেতে

বসাও হয়না বন্ধুরা আসন পেতে

সরষে ফুল ও ভাসেনা চোখের পাতায়,

খেলেছি কতো খেলা মাঠে তাতে

কখনো বিকাল পেরিয়ে সন্ধ্যা রাতে

আজ তা-দেখি ফেইজ বুকের পাতায় ।

 

অনেক গুলো ফুল এক সাথে জড়িয়ে

সরষে গাছের আঁশ গুলো ভরিয়ে

বানিয়েছি ফুলের ছোট্ট কতো বল ,

আজ সে সব একেবারে গেছি ভুলে

এসে আমরা আধুনিকের এই কুলে

সে সব আজ শুধু এই যে মিথ্যে ছল ।

 

 

********* সমাপ্ত **********

তারিখ :   ২৮-০১-২০১৪ ইং ।

 

৯২৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪। ই-মেইলঃ khmahabub@yahoo.com
সর্বমোট পোস্ট: ১৮৯ টি
সর্বমোট মন্তব্য: ৭১২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-০৩ ০৫:৫৩:৪৫ মিনিটে
Visit কে এইচ মাহবুব Website.
banner

৮ টি মন্তব্য

 1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সরষে ফুলের ক্ষেতে
  কি যে মজা প্রেমেতে
  লুটোপুটি খেতে
  তোমাতে আমাতে।

  শুভ কামনা।

 2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  আহা কি ব্যন্জনাদায়ক মাহাবুব এর এই সরষে ফুল।অনেক ভাল লাগল দেখতে পড়তে।বেচে থাক ভাই আর লিখতে থাক প্রানভরে।ধন্যবাদ তোমাকে চিত্তহারিনী কবিতার জন্য।

 3. আহসান হাবীব সুমন মন্তব্যে বলেছেন:

  খাস ঢাকাইয়া হিসেবে মনের মধ্যে সব সময়ই একটা গোপন দুঃখবোধ আছে গ্রামীণ জীবন কখনো পাইনি বলে । এই লেখাটি পড়ে সেই দুঃখটা যেন নাড়া খেল নতুন করে আরেকবার ।

  অনেক ভাল লাগলো কববিতাটি ।

 4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  আজ আর যাওয়া হয়না ক্ষেতে

  বসাও হয়না বন্ধুরা আসন পেতে

  সরষে ফুল ও ভাসেনা চোখের পাতায়,

  খেলেছি কতো খেলা মাঠে তাতে

  কখনো বিকাল পেরিয়ে সন্ধ্যা রাতে

  আজ তা-দেখি ফেইজ বুকের পাতায় ।——-সুন্দর হয়েছে

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  বাল্যের স্মৃতি নিতে কবিতা–ভাল লেগেছে।

 6. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতা ভাল লাগল । শুভ কামনা ।

 7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুন্দর ভাবনা প্রয়াস
  ভাল লাগলো
  শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top