Today 23 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“সর্প চুম্বন”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ২৪/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 759বার পড়া হয়েছে।

জায়েজ- নাজায়েজের প্রভেদ ভুলে

বেশ্যার ঘরে খুঁজো জৈবিক চাহিদা।

বিনা সংকোচে যার তার দরবারে

উপটৌকন পেশ কর আপন আকিদা।

 

শয়তানের দরবারে মানবকল্যাণ

কে করিবে এমন বিশ্বাস?

শয়তানের ফুঁ’তে মঙ্গল কামনা

কার কাছে মূল্য আছে এমন আশ্বাস?

 

গোয়ালা গাভী পুষে দুধের আশায়;

গোবর হয় কি কখনও মুখ্য?

ওলানবিহীন যে গরু

তার কাছে মিলিবে শুধু মূত্র।

দুগ্ধ পান যদি লক্ষ্য থাকে

বাছাই কর সে দুধেল গাভী।

প্রত্যেহ প্রভাতে মিটাবে সে

বিশুদ্ধ দুগ্ধ পানের দাবি।

 

যদি খুঁজো সুবাসিত সুগন্ধি

যেথায় মানব বিষ্ঠার ভাগাড়।

তাঁহার জন্য উপযুক্ত আবাস

বদ্ধ পাগলের খোঁয়াড়।

 

যতই করুক আন্তরিক আহ্বান

তবুও নয় বিশ্বাস সর্প চুম্বনে।

কে চাইবে এমন পিরীতির উষ্ণতা

অজগরের প্যাঁচানো বন্ধনে?

৮৫০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  প্রতিটি লাইনই আমার অন্তরে ছুঁয়ে গেছে। ।এমন সুন্দর কবিতার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শোষের লাইনগুলো সুপার হিট।

 2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  যতই করুক আন্তরিক আহ্বান
  তবুও নয় বিশ্বাস সর্প চুম্বনে।
  কে চাইবে এমন পিরীতির উষ্ণতা
  অজগরের প্যাঁচানো বন্ধনে?–কবিতার শুরু থেকে শেষটা বেশী ভাল লেগেছে।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  শুভেচ্ছা রইল। লিখুন।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  সুন্দর সুপার হিট সমসাময়িক….
  কবিতার প্রতিটি কথা
  বর্তমান রাজনীতির
  কানাগলির বাসিন্দাদের পাছায়
  লাথি মেরেছে…………….

  অনেক ভাল লাগা।

 5. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  সমসাময়িক সুনদর কবিতা

  কে চায় সর্প চুম্বনের পীরিতের উষ্ণতা চাওয়া উচিতও নয়

 6. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  তথ্য বহুল কবিতা । ভাল লাগল ।

 7. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

  ভালোলাগা রইল…

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  প্রতি পংক্তিতে মুগ্ধতা
  বেশ সুন্দর

  দারুন ভাবনার দারুন প্রযাস
  শুভ কামনা
  শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top