নোটিশ
সাথী
এই লেখাটি ইতিমধ্যে 909বার পড়া হয়েছে।
পথের সাথী পথিক
পথিকের সাথী দিক
পাখির সাথী ডানা
হৃদয়ের সাথী জানা ।
সূর্যের সাথী আলো
চুলের সাথী কালো
প্রেমের সাথী মান
শিল্পীর সাথী গান ।
চোখের সাথী দৃষ্টি
সভ্যতার সাথী কৃষ্টি
মেঘের সাথী বৃষ্টি
ধ্বংসের সাথী সৃষ্টি ।
দেহের সাথী রোগ
ভুঁড়ির সাথী ভোগ
নদীর সাথী স্রোত
অন্ধকারের সাথী ভূত ।
কাজের সাথী ঘর্ম
বীরের সাথী বর্ম
রোগীর সাথী পথ্য
দর্শনের সাথী সত্য ।
৯৬৪ বার পড়া হয়েছে
পথের সাথী পথিক
পথিকের সাথী দিক
পাখির সাথী ডানা
হৃদয়ের সাথী জানা
চমৎকার কবিতা লিখেছে সাথী।ধন্যবাদ।শুভকামনা জসীম ভাই।
ধন্যবাদ আরজু আপু ।
কবিতাটিতে সাথী সম্পর্কেএকটা ভাল ধারণা পওয়া গেল । শুভ কামনা ।
ধন্যবাদ আঃ রহমান ভাই ।
চমৎকার কবিতা ,শুভকামনা জসীম ভাই……ধন্যবাদ
ধন্যবাদ মালেক ভাই ।
চলন্তিকার সাথি জসিম ভাই। সুন্দর লেখা
মাঝে মাঝে ছবি আপু কোথায় হারিয়ে যায় !
অশেষ ধন্যবাদ আপনাকে —– ।।
দারুণ দারুণ
সাথীকে নিয়ে অসম্ভব সুন্দর কবিতা পড়লাম।