নোটিশ
সেদিন
এই লেখাটি ইতিমধ্যে 656বার পড়া হয়েছে।
সেদিন আমার উঠোন জুড়ে শরতের ফড়িং হয়তো থাকবেনা,
যেদিন আসবে তুমি,থাকবে পাশে রাখতে চাইবে আগলে,
আমি মুক্ত সেদিন উল্লাসিত হয়তো বলার কিছুই থাকবেনা।
আমার ছাদের কোনে বিকেল রোদের ঝলমলানি যেদিন থাকবেনা,
সেদিন তুমি হাসবে বটে,সাজবে সাজে
জানাবো না কোন খেয়ালে,
আমি মুক্ত সেদিন উল্লাসিত হয়তো বলার কিছুই থাকবেনা।
রাঙা রবির গোধুলী বেলা যেদিন চোখে লাগবেনা,
হয়তো তুমি আলতা দিবে,নূপুর দিবে
মুখ ফিরাব সাধলে,
আমি মুক্ত সেদিন উউল্লাসিত হয়তো বলার কিছুই থাকবেনা।
আজ আবেশে কাছে ডাকি হয়তো আবেশ থাকবেনা,
আসলে কাছে,বাসলে ভালো আসতে পার আসলে,
আমি যুক্ত রব তোমার সাথে হয়তো ভাবনা কিছুই থাকবেনা।ু
৬৩২ বার পড়া হয়েছে
ফুটে উঠছে বিরহ কথা ।
বেশ
ভাল লাগল
সেদিন আমার উঠোন জুড়ে শরতের ফড়িং হয়তো থাকবেনা,
যেদিন আসবে তুমি,থাকবে পাশে রাখতে চাইবে আগলে,
আমি মুক্ত সেদিন উল্লাসিত হয়তো বলার কিছুই থাকবেনা।
আমার ছাদের কোনে বিকেল রোদের ঝলমলানি যেদিন থাকবেনা
+++++++++++++++++++++++++++++++++++++++++
nice.
বিরহ ব্যাথার চমৎকার কাব্যতা
মন মুগ্ধকর লিখনী
খুব খ,,,,ব ভাল হয়েছে কবি
শুভ সকাল
সুন্দর ভাবনা
ভাল লাগল কবিতা