Today 13 Jul 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্বপ্নগুলো আর সাজানো হলো না

লিখেছেন: এস কে দোয়েল | তারিখ: ২৬/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 696বার পড়া হয়েছে।

স্বপ্নগুলো আর সাজানো হলো না আমার
বন্যার জলের মতো পানা হয়ে ভাসতে ভাসতে চলে গেল
ভেবেছিলাম স্বপ্নের খেয়ায় ভাসতে ভাসতে কিনারা খুঁজে পাব
যেখানেই কিনার পাব, সেখানটাই হবে আমার স্বপ্নের আবাসঘর
কিন্তু কোথায় কিনার, ভাসছি তো ভাসছি—স্বপ্নের খেলাঘর
বাস্তবহীন পন্ডুল সব, ক্ষণক বৃষ্টির মতোই ঝরে গেল সেটা!

স্বপ্ন সাজাতে খাতা-কলমে লিখনির পর লিখন, কোথায় কী-
স্বপ্নের তৈরি সেই নতুন ইঞ্জিনিয়ার হয়ে বৃষ্টিবিলাস প্রাসাদের নকশা
বিলাসবহুল সব প্রযুক্তি নির্মাণ, ডিজিটাল হবে সাজসজ্জা
সুদৃশ্য গেট, প্রাসাদের আঙিনা আর ভিতরকার নয়নাভিরাম চারুকার্য্য
প্রেমের তাজমহলের চেয়েও বাড়তি কিছু, স্বপ্নের তো আর অর্থ গুনতে হয় না
আমিও গুনেছিলাম সেই অথৈ স্বপ্নের বীজ, সেটা আর বপনের
সুযোগ হয়নি।

কী সুন্দর সব স্বপ্নগুলো নথিভুক্ত করেছিলাম-মনে আছে নীল?
তোকে ডাক্তার বানাবো, বানাবো সেরা বিউটিশিয়ানদের একজন
শার্টের কলার উচু করে গর্বের স্বরে বলতাম-মিসেস…আমার স্ত্রী
প্রতিদিন অন্তত তিনটি করে স্বপ্ন দেখে সেটা সার্থক করতে হিসাব কষ্টাম
আজ যখন হিসাবের খাতায় নিস্ফল জিরো, তখন ক্লান্তির ঘাম নেমে এসে
পৃথিবীর দূর্বল এক প্রাণীর মত অবশ করে স্বপ্নগুলো তাড়া করছে!
২৬ জুন/২০১৪

৭৩৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এস.কে.দোয়েল সম্পাদক ও প্রকাশক আলোর ভূবন সাহিত্য ম্যাগাজিন এবং জাতীয় পত্রিকার ফিচার ও কলাম লেখক। তেঁতুলিয়া, পঞ্চগড়।
সর্বমোট পোস্ট: ১৯ টি
সর্বমোট মন্তব্য: ৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১৮ ১৮:১২:২৬ মিনিটে
Visit এস কে দোয়েল Website.
banner

৬ টি মন্তব্য

 1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  চমৎকার চমৎকার সব স্বপ্নের পসরা সাজিয়েছেন কবিতা য়। ধন্যবাদ।

 2. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  দুর্দান্ত কবিতা দোয়েল ভাই !একটা চাপা কষ্ট অনুভুত হল কবিতায় — ।।

 3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল কবিতাটি । শুভ কামনা । ভাল থাকুন ।

 4. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  ভেবেছিলাম স্বপ্নের খেয়ায় ভাসতে ভাসতে কিনারা খুঁজে পাব
  যেখানেই কিনার পাব, সেখানটাই হবে আমার স্বপ্নের আবাসঘর
  কিন্তু কোথায় কিনার, ভাসছি তো ভাসছি—স্বপ্নের খেলাঘর
  বাস্তবহীন পন্ডুল সব, ক্ষণক বৃষ্টির মতোই ঝরে গেল সেটা!

  ভালো লেগেছে লেখা। ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  চালিয়ে যান বিরামহীন ।

 6. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  Swapner sajano jobon

  bhalo laglo

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top