Today 23 Mar 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্বপ্নের ঘোরে

লিখেছেন: তৌহিদ উল্ল্যাহ শাকিল | তারিখ: ১৬/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 567বার পড়া হয়েছে।

স্বপ্নের ঘোরে
শুষ্ক বুকে দারুন খরা মরূদ্যানের মত
পাথরে জল সেচে মেঘমালা প্রানের নব সঞ্চার
দিন রাত অবিরত উম্মাতাল পারাবারের শব্দহীন গর্জন
প্রতীক্ষায় নতুন বীজ বুনি নিরাশার চরে।

ধূলির ঘূর্ণি ভেঙ্গে করে চূড় শিরা উপশিরা
বুকের পাঁজরে বেদনারা খেলা করে উল্লাসিত হয়ে
মস্তিষ্কের নিউরনে অচেনা কষ্টেরা উজ্জীবিত হয় পুনরায়।

রাতের আঁধারে ঘুমের শহরে সপ্নেরা উঁকি মারে
আমবশ্যার শশী বিহিন নিকষ আঁধারে
ডানে বামে হাতড়ে খুঁজি হারিয়ে যাওয়া
প্রিয়তমার উল্লাসিত মুখের কুৎসিত প্রতিচ্ছবি।

৫৯৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সময় বয়ে যায়।আমি ও বেড়ে উঠি . নিশ্চিত জীবনের পথ খুঁজে ফিরি কিন্তু অস্থির অবস্থা সে পথ ভুলিয়ে দেয়।কোলাহল ব্যাস্ততা ছেড়ে মনের আনন্দে লিখি।যশ খ্যাতি এসবের পেছনে কখনো ছুটে চলিনি আর চলতে ও চাই না ।কেমন লিখি জানি না । কারো কাছে ভালো লাগলে খুশি হব। touhidullah82@gmail.com
সর্বমোট পোস্ট: ১৯ টি
সর্বমোট মন্তব্য: ৪৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০২ ০২:৩৯:৪২ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  খুবই. চমৎকার হয়েছে কবিতা। ভালো লাগলো। শুভকামনা আপনার জন্য। আমার কবিতায় আমন্ত্রণ

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  ডানে বামে হাতড়ে খুঁজি হারিয়ে যাওয়া
  প্রিয়তমার উল্লাসিত মুখের কুৎসিত প্রতিচ্ছবি।

  কবিতা ভাল লাগল অনেক

 3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কবিতা ভালো হয়েছে , কিন্তু কিছু বাবান ভুল আছে
  যেমন
  বিহিন>বিহীন
  সপ্নেরা>স্বপ্নেরা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top