Today 23 Aug 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্বাগতম মাহে রমজান

লিখেছেন: সাখাওয়াৎ আলম চৌধুরী | তারিখ: ২৯/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 642বার পড়া হয়েছে।

“””স্বাগতম মাহে রমজান ”

স্বাগতম স্বাগতম মাহে রমজান স্বাগতম
এসেছে আবার মাহে রমজান স্বাগতম।
মুমিনরা ইবাদতে কর রমজান প্রিয়তম
আল্লাহর কাছে প্রিয় রমজান অন্যতম।

বছর ঘুরে আবার এলো পবিত্র রমজান
নাজাতের উছিলায় আল্লাহ মেহেরবান।
এসো মুমিন সবাই রমজান করে আহবান
পাপী তাপী মুসলমান শুদ্ধ করি ঈমান।

রমজানের ফজিলত আছে কতই বেশুমার
ক্ষমা চাই প্রভুর কাছে আমারা  গুনাহগার।
ধনীরা সবাই করে যেন পরিমিত আহার
কর অনুভব দুঃখ যারা থাকে অনাহার।

এসো সবাই মিলে  করি আল্লাহর প্রার্থনা
পরকালে যেন মোদের জান্নাত হয় ঠিকানা
এসো মন ভরে করি আল্লাহরই বন্দনা
তিনি রাহমানুর রহিম করেন যেন মার্জনা।

15/6/14

৬৫০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২৬ টি
সর্বমোট মন্তব্য: ৬১০ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-২৩ ০৬:৩৯:৩৩ মিনিটে
banner

৩ টি মন্তব্য

 1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  অনেকে উপকৃত হবে ।

 2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর

 3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  মন মুগ্ধকর লিখনী
  সুন্দর ভাবনার প্রকাশ দেখলাম
  খুব খ,,,,ব ভাল হয়েছে
  শুভ কামনা রইল
  শুভ সকাল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top