স্ব-ইচ্ছা যাত্রা ।
এই লেখাটি ইতিমধ্যে 693বার পড়া হয়েছে।
নদীর ভরা যৌবনও কখনও কখনও
হাহাকারের নিঃসঙ্গতা দেখায়
দুই পারের অনেক দূর বয়ে যাওয়া চোখ
বার বার একাকিত্বের কথাই মনে করিয়ে দেয়,
বাঁশ বাগানে জোনাকির অবাধ বিচরণে,
শেয়ালের পাতা গুড়িয়ে যাওয়া শব্দে
যখন ভীত মন
তখনও তোমাকে কাছে না পাওয়ার যন্ত্রণা
একেবারেই মন থেকে মোছা যায় না….
জীবনের রঙিন সময়গুলোতে তোমার প্রয়োজনীয়তা
তীর্থের কাকের কাছে এক ফোঁটা
পানির মতই মূল্যবান ।
তবুও ভরা চাদেঁর রাতে একাই চলতে হয়
দুমরে মুচরে যাওয়া স্মৃতিগুলোকে নিয়ে….
এ যেন ব্যর্থতার অপার সফলতা
বিন্দু বিন্দু করে ব্যর্থতারা আজ হিমালয় গড়েছে
অতল গহীনে লুকিয়ে যাওয়া তোমার আমার মাঝে
এক সিন্ধু সমান দূরত্বে
মন যেন হারিয়ে যাওয়া সময়কেই
নতুন জীবন ভাবতে শুরু করেছে….
আজ আকাশে তীক্ষ্ন সূর্য
বোশেখের কড়া রোদের পর একটু পরই
সন্ধার আধারে ঠান্ডা হিমেল হাওয়া বইবে,
কাল বৈশাখীও হতে পারে
সব হয়, দিন হয় রাত হয়
মানুষ তার প্রিয়জনকেও কাছে পায়
কিন্তু আমি…?
বার বারই সব পাওয়াগুলোর মাঝে
অজস্র নিঃসঙ্গতাকে খুজেঁ নেই
এগিয়ে যাই পিছিয়ে যাওয়ার মত করে
পথ ফুরায় না, যেন একজায়গায় দৌড়ে হাতরিয়ে ওঠা
শুধু তুমি নেই বলেই…..
কালে কালে আমার নিঃশ্বেষের পথে স্ব-ইচ্ছা যাত্রা….
৬৮৪ বার পড়া হয়েছে
কবিতার আবেদন আমাকে খুব কাছে টানল কবি !!
ধণ্যবাদ সুন্দর করে বলার জন্য । ভালো থাকুন সবসময় ।
অনেক ভাল লাগা রইল কবিতায়
নি:সঙ্গতা দুর হউক
বার বারই সব খুজে পাবার মাঝে
নিঃসঙ্গতা খুজে পাই।
সুন্দর হয়েছে।
মুগ্ধকর
সুন্দর লিখনী
ভালো …………ভালো লাগলো
ভাল লাগল বেশ
প্রীতিময় শুভেচ্ছা জানাই –