Today 23 Apr 2021
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“স্মৃতির অহম”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ০৯/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 961বার পড়া হয়েছে।

তোমাকে ভুলে গেছি।
কি করে বলি এমন নির্জলা মিথ্যে?
তোমাকে ভুলে যাওয়া সাধ্যের অতীত
তুমি চিরস্থায়ী আমার চিত্তে।
হ্যাঁ ভুলে যাবো সেদিন
যেদিন পৃথিবীকে দিবো বিদায়ী সালাম।
তাহার পূর্বে তোমাকে ভুলে যাওয়া
আমার জন্যি হারাম।

তোমার স্মৃতির ঠেউ ততদিন দোলাবে আমার জীবন খেয়া
যতদিন না মিশে যাবো কালের মহাসমুদ্রে।
ততদিন তোমার স্মৃতির তছবিহ জপে যাবো
যতদিন না আমার দেহ যাবে লাশের গোত্রে।

যত-ই চাই তোমাকে ভুলে যেতে
তত বেশি স্মৃতির কড়া নাড়ো।
যত চেয়েছি করিতে স্মৃতি ফ্যাকাসে মলিন
তত বেশি হয়েছে স্মৃতির রং আরো গাঢ়।

তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা
সে তো আমার বৃথা শ্রম।
স্মরণের প্রতিটি পাতায় জ্বলজ্বল তুমি
তুমি আমার স্মৃতির অহম।

১,০১১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

  তোমার স্মৃতির ঠেউ ততদিন দোলাবে আমার জীবন খেয়া
  যতদিন না মিশে যাবো কালের মহাসমুদ্রে।
  ততদিন তোমার স্মৃতির তছবিহ জপে যাবো
  যতদিন না আমার দেহ যাবে লাশের গোত্রে।

  আমি জানি দোলনের পক্ষে নির্জলা মিথ্যে বলা অসম্ভব একেবারে।আমাকে ভোলা কারও পক্ষে সম্ভবনা।সে আমি জানিতো।অনেক সুন্দর সত্যি কথা বলা দোলনের কবিতা।আর খবরদার কখনও আমাকে ভূলে যেওনা।তাহলে শুভকামনা থাকবে সবসময়।ধন্যবাদ ভাল কবিতা নির্জলা সত্যি কবিতা।

 2. হামি্দ মন্তব্যে বলেছেন:

  ভীষণ ভাল লাগার নান্দনিক কথামাল। অনেক ভাল থাকবেন দোলন ভাই ……………………

 3. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  বেদনার স্মৃতি সুখের বাদ্য বাজাক তবে হৃদয়ের অন্দরে………।

  অনেক ভাল লাগা।

 4. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা
  সে তো আমার বৃথা শ্রম।
  স্মরণের প্রতিটি পাতায় জ্বলজ্বল তুমি
  তুমি আমার স্মৃতির অহম।
  ================= এক্কেবারে মনের কথার কবিতা তাই অসাধারণ ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা রইল।

 5. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আপনার কবিতা ভাল লেগেছে।

 6. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  স্মরণের প্রতিটি পাতায় জ্বলজ্বল তুমি
  তুমি আমার স্মৃতির অহম।—– এত ভালবাসলে কেউ কি ভুলে থাকতে পারে কবি ?

 7. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

  সবাইকে ধন্যবাদ।

 8. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  কবিতা ভালো, তবে ভাই শুধু এই পারেই স্মরণ রাখবেন, ওপারে নয়!

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top