Today 23 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

স্যার আপনাকে মিস করছি ভীষণ ।

লিখেছেন: এ হুসাইন মিন্টু | তারিখ: ১৯/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 976বার পড়া হয়েছে।

১৯ শে জুলাই, বাংলাদেশ ও বাঙালি জীবন তথা বাঙালি সাহিত্য সংস্কৃতিতে এক কালো দিন । ঐদিন আমরা হারিয়েছি আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদ কে । মরণ ব্যধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ আট মাস লড়াই করার পর ঐদিন(১৯শে জুলাই) মৃত্ত্যুর কাছে পরাভূত হয়ে লুকান্তরে চলে যান বাংলার সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন আহমেদ । ১৯৪৮ সালের ১৩ই নভেম্বার তত্কালের পূর্ব পাকিস্তানের(বর্তমান বাংলাদেশের) ময়মনসিংহ জেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন বাংলার এই কৃতিসন্তান । গত বছরের(২০১২) ১৯শে

 

জুালই আমাদের স1002459_583937401658303_429455213_nবাইকে অশ্রু জলে ভাসিয়ে চল যান না ফেরার দেশে ।

হুমায়ুন আহমেদকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই । তার গুনের কথা বলে কয়ে শেষ করার মতো নয় । আজকের এই দিনে শুধু এইটুকু বলতে চাই স্যার, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন । বাংলাদেশ আপনাকে মিস করছে ভীষণ ।

১,০৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
পুঁজিবাদের এই জমানায় কলম আমার পুঁজি চেনা মানুষের ভিড়ে আমি অচেনা মুখ খোঁজি,, কলমে ভর করে দাড়ানোর প্রচেষ্টায় রত এক শব্দ শ্রমিক । লেখকের প্রকাশিত বইসমূহঃ- কাব্যগ্রন্থ-জীবন নদীতে খরা উপন্যাস-অশ্রু, নরক ও প্রচ্ছায়া ।
সর্বমোট পোস্ট: ৯৮ টি
সর্বমোট মন্তব্য: ১২৫০ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-২৬ ১২:২৭:৩১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  তার গুনের কথা বলে কয়ে শেষ করার মতো নয় ।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  স্যার বেঁচে আছে পাঠকের মাঝে ।

 3. আঃ হাকিম খান মন্তব্যে বলেছেন:

  মিন্টু ভাই আমরাও স্যারকে মিস করি খুব খুব।

 4. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  Onek kharap lagce sir er jonno

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top