স্রোত
এই লেখাটি ইতিমধ্যে 965বার পড়া হয়েছে।
এক এক করে পা ফেলে ফেলে এগিয়ে চলা স্রোতটুকুকে আঁকড়ে ধরি । সেখানেই মূল্যায়নের বীজ বপন করে খুব খুঁজতে থাকি চেনা আকাশ । কখনও খুঁজে পাই কখনও বা হারিয়ে যায় । বেরিয়ে এক কদাকার মানুষের জগতে আরো যেন কারা সব ।
এই কারা সব দেখতে দেখতে চোখ সয়ে গেছে । আমাদের ছোটবেলার খেলনার এখনকার ছোটবেলার খেলনার যে রূপান্তর ঘটে গেছে সেরকম মনে করে মেনে নিয়েছি । আর চমকে উঠি না । এই অনালোকিত অযাচিতের মাঝে কোথায় আছে আমাদের আদরের কেয়া পাতার নৌকো । বৃষ্টির শান্তিতে তার উচ্ছ্বাস এই কাদের ভিড়ে ঠিক আছে । আমার মনের গরে ওঠা হাজার স্রোতে আমি তাই বেশ খুঁজে পাই ।
চলার এই ছন্দ এই সব কাদের জন্য বার বার আটকে যাচ্ছে । তাও অন্যকে আমার অথবা সরলের পথে ফিরেয়ে আনার জন্য আমিও স্রোতে আছি । চেপে ধরি আঁকড়ে ধরি – দাদা এমনটি আর করবেন না । কিচ্ছুটি নেই । ধান বুনতে না শিখে কেবল চালের হিসেবে গরমিল থাকবেই । জমার সাম্রাজ্যে হৃদয়ের কি কোন জায়গা নেই । গাছের ছায়ায় না বসলে কি করে বুঝবেন কত সে মিষ্টি বেঁচে থাকা ।
সেই ছায়ায় নিজের তৈরি কিম্ভূতে স্রোতকে গুলিয়ে ফেলবেন না । তাকে এগিয়ে যেতে দিন । পাশেই যে আহ্লাদ ঠিক তাকে চিনতে পারবেন । কেন না আশা যে পাক খাচ্ছের নোনা বৃষ্টির হাওয়ায় । এবার সে সান্ত হোক । আর প্রকাশিত হোক অনাবিল স্রোত ।
-০-০-০-
১,০১৪ বার পড়া হয়েছে
পড়লাম দাদা —- । খুব সাবলীল লেখনী —- ।
অনেক ধন্যবাদ ।
ভাল থাকব্বেন
চলার এই ছন্দ এই সব কাদের জন্য বার বার আটকে যাচ্ছে । তাও অন্যকে আমার অথবা সরলের পথে ফিরেয়ে আনার জন্য আমিও স্রোতে আছি । চেপে ধরি আঁকড়ে ধরি – দাদা এমনটি আর করবেন না । কিচ্ছুটি নেই । ধান বুনতে না শিখে কেবল চালের হিসেবে গরমিল থাকবেই । জমার সাম্রাজ্যে হৃদয়ের কি কোন জায়গা নেই । গাছের ছায়ায় না বসলে কি করে বুঝবেন কত সে মিষ্টি বেঁচে থাকা
মিষ্টি বেঁচে থাকা ………….শুধু বেচে থাকা, আমাদের জীবন একটা গিফট। ..আসলে ই মিষ্টি এই বেচে থাকা।
অনেক ধন্যবাদ
সুন্দর …চলতে থাকুক লেখনী।
ধন্যবাদ
সুলেখনী অবিরত থাক।
অনেক ধন্যবাদ
সবাইকে ধন্যবাদ , খুব খুব ভাল থাকবেন
সুন্দর বেঁচে থাকা
..সুন্দর লিখেছেন
Onek dhanyabad
ভালো লাগলো আপনার কথাগুলো। খুবই চমৎকার জীবনবোধ আপনার।
Dhanyabad
khub bhalo thakben