নোটিশ
হবে, প্রায় শতবর্ষ
এই লেখাটি ইতিমধ্যে 1008বার পড়া হয়েছে।
প্রায় শতবর্ষ যাবত
তুমার উষ্ণ ছোঁয়ায়-আলিঙ্গনে
ডুবে থাকি না
প্রায় দুশ বছর যাবত
চোখে চোখ রাখা হয় না
ঠোটে ঠোট রেখে
হারিয়ে যাই না।
বুকে বুক রেখে এক্কা-দুক্কায়
সর্গারোহনে কিংবা
পাতাল পুরীর নাচন দেখা হয় না
প্রায় ছশো বছর যাবত।
দূরে- কোথাও ডুবে যাওয়া
সূর্যের দিকে মেলে দিইনা দৃষ্টি
উষ্ণ হাতে হাত রাখি না
ঘাসের নরম গালিচার পাশেই বয়ে যাওয়া
সবুজ হাওয়ায় মিশে যাই না
সর্বস্বত্ত্বায়-
প্রায় কয়েকশ বছর হবে।
১,০৯৩ বার পড়া হয়েছে
দারুন রোমান্টিক কবিতা উপহার দিলেন। ধন্যবাদ।
ধন্যবাদ কামাল ভাই।
দাদা
কবিতার মাঝে কি জানি লুকিয়ে রেখেছেন-
যেমন- দুশ ছয়শ বছর তবে বেশ হয়েছে
ভাল থাকুন
এটা হলো আমার শূন্যতার ব্যাপ্তী। তৃষ্ণাটাকে দীর্ঘায়িত করার জন্য এই শত শত বছর উল্লেখ করা। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভাল লাগল কবিতা।
ধন্যবাদ আপনাকে তাপসকিরণ
রোমান্টিকতায় ভরপুর কতিাটি।
“পাতাল পুরীর নাচন দেখা হয় না
প্রায় ছশো বছর যাবত।”
সময়কে হারানোর প্রয়াসে কবিদের সাফল্য অসীম,
আপনার প্রচেষ্টা ফলপ্রসু।
সবুজ হাওয়ায় মিশে যাই না
সর্বস্বত্ত্বায়-
প্রায় কয়েকশ বছর হবে।
রহস্যে ভরা কবিতাটি, বুঝলাম না মূল রহস্য।