Today 18 Jun 2019
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হাতের মুঠোয় চাঁদ

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ৩০/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 474বার পড়া হয়েছে।

হাতের মুঠোয় চাঁদ
মিলন বনিক

বালুচরে দাড়িয়ে একাকী
ঠিক রুপালী চাঁদটাকে খুঁজছিলাম।
কত অপেক্ষার প্রহর গেলো
বেলা প’রে এলো বলে কত দীর্ঘ সময় কেটেছে।
শুধু চাঁদ দেখবো বলে
নীরবে দু’টো কথা বলবো বলে
নিবিড়ে একটু ছুঁয়ে দেখবো বলে।
আমি পারিনি,
আমার সাত বছরের ছেলেটা অবলীলায়
দু’হাত ফাঁক করে মাঝখানে চাঁদটাকে ধরে বললো
বাবা একটা ছবি তুলবে। দ্যাখো
চাঁদটাকে কেমন দু’হাতে ধরে রেখেছি।
আমি ডিজিটাল লেন্সে দেখলাম
সত্যিইতো এই গ্রহটা ঠিক ওর হাতের মাঝখানে।
কত মহাকাল আমি যাকে খুঁজছি।
হয়তো আমি ফেনিল ঢেউ আর গর্জন শুনে
এতটাই আনমনা ছিলাম যে বুঝতেই পারিনি
চাঁদটা আমার এত কাছে।
———————-

৪৬৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  আনমনে মানুষ অনেক কিছুই বুঝতে পারেনা এবং অনেক কিছু হারিয়ে ফেলে।

 2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  জীবনের অনেক কিছু
  ভাল লাগল

 3. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

  সর্বপরি লেখাটা অনেক ভালো লাগলো।

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর অনুভূতি। অনেক ভাল লাগা কবিতায়

 5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  বেশ সুন্দর অনুভুতির প্রয়াস

  পড়ে ভালৌ লাগলো কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top