নোটিশ
হাদারামের ব্রেকফাস্ট
এই লেখাটি ইতিমধ্যে 980বার পড়া হয়েছে।
হাদারাম’রা খেয়ে যাচ্ছে
রুটি তিন গণ্ডা
সাথে থাকে দেশী মুরগির
দুই খানা আণ্ডা।
গণ্ডে পিণ্ডে ব্রেকফাস্টে
হয়নিকো ঝামেলা
কোত্থেকে আজিব কথা
শোনায় তাঁর পামেলা !
ব্রাজিলিয়ান গমে নাকি
গমখেকো পোকা রে
পেট ভরে দিব্যি চলছে
গন্ধ কেন খোঁজ রে !
ব্রাজিলিয়ান গমের রুটি
আহা কতো মজা যে
খাদ্যমানে সেরা এটি
একটু না হয় পঁচা সে !
দুশমনেরা প্যাঁচায় শুধু
হবে কী উপায়
মন্ত্রীর ঘাড়ে পড়লো ধাক্কা
মস্ত বড় দায় !
পঁচা গম দেখতে খারাপ
মন্ত্রী হাঁকে বেশ
পুষ্টিগুণে সেরা এইটি
নেই যে তাঁর শেষ!
পোকামাকড় ছিল গমে
তাতে কী ভাই
পেট ভরেছে হাদারাম’দের
সান্তনা যে তাই।
৯৭৯ বার পড়া হয়েছে
nice
ভালো লাগলো পড়ে
শুভ কামনা
অবশ্যই খাদ্যমানে সেরা কারন উদ্ভিজ্জ প্রোটিনের সাথে সাথে প্রাণিজ প্রোটিন ও আছে যে 😀
খুব ভালো হয়েছে ! ছন্দে মাঝে-মধ্যে একটু আটকে গেলেও কবিতার প্লট বাছাইটা সুন্দর হয়েছে !
শুভেচ্ছা জানবেন ।