Today 14 Dec 2018
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হামদে এলাহী

লিখেছেন: শাহ্‌ আলম শেখ শান্ত | তারিখ: ১৩/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 442বার পড়া হয়েছে।

হে রহিম হে রহমান ,
পরান ভরে যাই গেয়ে যাই
তোমার গুণো গান । ।

তুমি কথা বলতে শেখাও
তুমি সঠিক পথ দেখাও
তোমার দয়ায় বেঁচে থাকে
আমার মন ও প্রাণ ।

ঐ ………………………….. । ।

কত সুন্দর করে তুমি
মানুষ করছো সৃজন
তারি মাঝে দিছো তুমি ;
কোমল একটি প্রেমিক মন
ভুলতে আমি চাইনা কভু
তোমার যত অবদান ।

ঐ…………………… । ।

যত দেখি প্রকৃতি রুপ
চর্ম আঁখি হয় কাতর
অসীম প্রেমের মালিক তুমি
বিরাট বড় চিত্রকর
ভালবেসে করছ মোদের
সেরা জীব মহীয়ান ।

ঐ …………………… ।।

৪৪৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
01912657988 অথবা 01853861342
সর্বমোট পোস্ট: ১৮৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৩৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৮-২৩ ১১:৪২:৪১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

 1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

  অসাধারন শান্ত ভাই । শুভেচ্ছা —– ।

 2. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  এককথায় অসাধারণ একটি কবিতা।

 3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  অসাধারণ লাগল ………. গানটার সুর শুনতে পারলে ভাল লাগত

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  হে রহিম রহমান
  তোমার দয়া অফুরান
  কঠিন বিচারের বিনে দয়া কইর দান।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top