Today 22 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হায়রে ! ঢাকা

লিখেছেন: জসিম উদ্দিন জয় | তারিখ: ২১/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1089বার পড়া হয়েছে।

dhaka

—  জসিম উদ্দিন জয় —

এলোমেলো শহর আছে,
নেইতো কোনো ফাঁকা।
ইটপাথরের বাড়ী আছে
নামটি তাহার ঢাকা।

এলোমেলো রাস্তা আছে
জ্যাম জটেতে ঠাসা,
এরই মাছে মানুষ গুলো
গড়ছে তাদের বাসা।

এলোমেলো খাম্বা আছে
আছে অনেক তার,
ঝড়ের মাঝে তারগুলো
ছিড়েছে  বার বার।
নেই নেই বিদ্যুৎ নেই,
নেই কেন পানি ?
এরই মাঝে বেঁচে আছি
আল্লাহ মেহের বাণী।

এলোমেলো ভবন আছে
বাড়ীর পর বাড়ী,
হাটার কোন জায়গা নেই
গাড়ী আর গাড়ী।

এলোমেলো ডাষ্টবিন আছে
দুর্গন্ধতে ভরা ।
শহর জুরে মশামাছি
রোগ বলাইয়ে মরা ।

এলোমেলো পাইপ আছে
আছে মাটির তলে,
বৃষ্টিবাদল ঝড়ের দিনে
ভাঁসে পানির জলে।

এলেমেলো ভবনগুলোর
আছে বহু তলা।

ঠিক করে তাকালে,

চোখে ধরে জ্বালা।

যদি হয় ভুমিকম্প
হয় জোরালো,
সেই দিনেই ঢাকা’র বুঝি
হায়াত ফুরালো।
ঢাকার আকাশ বাতাস জুড়ে
চিনে শুধু টাকা,
নিরব মনে ভাবি একা
হায়রে আমার ঢাকা।

১,০৯০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ১২৫ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১১-১১ ০২:৫৩:৪৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কিছু শব্দ ঠিক করে নিন
  যেমন শহর >শহড়

  আপনার লিখনী ভাল
  শুভেচ্ছা রইল

 2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  ঢাকা নিয়ে বেশ লিখেছেন ।
  খুব ভাল লাগলো ।
  কিছু বানান যদি আরেকবার দেখে নিতেন….
  ছিরছে, বিদুৎ, ডাষ্টবিন, দুর্ঘন্ধতে, বলাইয়ে, জোঁড়ালো, ফুঁড়ালো এই বানানগুলি একটু ঠিক করে নিবেন ।

 3. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  বরাবরের মতই চমৎকার ছড়া হয়েছে।
  আপনার ছড়া পড়ে খুব আনন্দ পাই।
  শুভেচ্ছা জানবেন –

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  যদি হয় ভুমিকম্প
  হয় জোরালো,
  সেই দিনেই ঢাকা’র বুঝি
  হায়াত ফুরালো।

  আল্লাহ না করুন

  আল্লাহ সবাইকে হেফাজত করুন

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top