Today 22 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“হিংসের জন্মধাত্রী”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ২৬/০৯/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 941বার পড়া হয়েছে।

অপ্রাপ্তির কুহেলিকা অবচেতন মনে,
পুঞ্জিভূত ক্ষোভ অতি যতনে।
ক্ষোভ হিংসের জন্ম ধাত্রী,
কেহ নহে আপন;কেহ নহে মৈত্রী।
মনের আনাচেকানাচে  করে সংক্রমণ,
হিংসে যেন জালিম নিষ্ঠুর সুদখোর মহাজন।
হিংসের সংক্রমণ চক্রবৃদ্ধি হারে,
কিংবা দাবানলের মত ছারখার করে পুড়ে।
দাবানলের শুভাকাঙ্ক্ষী খুঁজা অসার,
তেমন নিষ্ফলা-মিত্র খুঁজা হিংসার।
কতটা হিংস্র ক্ষুধার্ত হায়না,
অসীম তার ক্ষুধার বায়না।
হিংসা যেন দীর্ঘ অনাহারী বুভূক্ষা,
ছিন্ন ভিন্ন ভোজনের তিতিক্ষা।
চুপে চুপে কাঠ কয়লা জ্বলে অপ্রাপ্তির,
হিংসের ধোঁয়া জ্বলন ধরায় অক্ষির।
অপ্রাপ্তি উত্তপ্ত ঢাকনা দেয়া জল,
ফুঁসতে ফুঁসতে উপচে পড়ে হিংসের তরল।
যত ক্ষোভ-যত আক্ষেপ-যত অপ্রাপ্তি,
সবি হিংসের জন্মধাত্রী।

১,০২৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৮ টি মন্তব্য

 1. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  হিংসের ওপর ভাল লাগা কবিতা।

 2. শ্যাম পুলক মন্তব্যে বলেছেন:

  সুন্দর++++++++++++++

 3. তৌফিক মাসুদ মন্তব্যে বলেছেন:

  হিংসে মানুষের ক্ষতি ছাড়া উপকার করে খুব কম। আপনার কবিতার মর্মাথ ভাল লাগল।

 4. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

  হিংসা ক্রোধ থেকে দূরে থাকাই ভাল
  অনেক ভাল লাগা।

 5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  খুব সুন্দর হয়েছে ।
  অনেক ভাল লেগেছে । সাথেই আছি ।

 6. তুষার আহসান মন্তব্যে বলেছেন:

  “হিংসা যেন দীর্ঘ অনাহারী বুভূক্ষা,
  ছিন্ন ভিন্ন ভোজনের তিতিক্ষা।
  চুপে চুপে কাঠ কয়লা জ্বলে অপ্রাপ্তির,
  হিংসের ধোঁয়া জ্বলন ধরায় অক্ষির।”

  তবু হিংসার চক্রহারে বৃদ্ধি পৃথিবীকে স্বর্গ হতে দেয় না।
  কবিতায় ভাল লাগা

 7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কবি তুষার আহসান র সাথে সহমত পোষন
  ..
  শুভ কামনা
  ভাল ভাবনার প্রকাশ

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top