Today 29 Feb 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হিংসে জাগে

লিখেছেন: তওহীদুল ইসলাম ভুঁইয়া | তারিখ: ২৫/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 676বার পড়া হয়েছে।

হিংসে থাকে জমাট বেঁধে চোখের ভাঁজে ভাঁজে,
হিংসে থাকে রোজ প্রভাতে কুসুম কিরণ সাজে।
হিংসে জাগে পাখির সুরে গাইতে চাওয়ার আশে,
হিংসে জাগে শিউলী ঝরা পথে সুবাসেরই পাশে।
হিংসে জাগে ক্লান্ত দুপুর ছায়া বটের তলে,
হিংসে জাগে ঘাস ফড়িংয়ের ঘাসের দোলার দলে।

হিংসে জাগুক ফুলের রেণুর ওড়ে যাবার সনে,
হিংসে জাগুক প্রজাপতির রাঙা পাখার বনে।
হিংসে জাগে নীল পাখিটার নীড়ে ফেরার ক্ষণে,
হিংসে জাগে উদাস বিকেল অস্তাচলের বনে।
হিংসে জাগাও শুকতারাটার একলা জ্বলা দেখে,
হিংসে জাগাও জোছনা ধারায় সুর হারানোর সখে।
হিংসে নামে ঘর বেঁধে নাও নিঝুম একার রাতে,
হিংসে আসুক আধাঁর পথে জোনাকির ও হাতে।

৭৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪৫ টি
সর্বমোট মন্তব্য: ৪৪৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৯ ০৬:৩৮:৪৯ মিনিটে
Visit তওহীদুল ইসলাম ভুঁইয়া Website.
banner

১১ টি মন্তব্য

 1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

  কবিতাটি সুন্দর হয়েছে ।তবে–হিংসে জাগে পাখির সুরে গাইতে চাওয়ার আশে,
  হিংসে জাগে শিউলী ঝরা পথে সুবাসেরই পাশে। এই চরণ দুটিতে ছন্দ পতন ঘটেছে । শুভ কামনা । ভাল থাকুন ।

 2. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

  সমালোচনা ধন্যবাদের সহিত গৃহিত হইলো।

 3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

  হিংসে নিয়ে অনেক কিছু জানলাম।

 4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

  আমার কাছে কবিতাটি খুব ভাল লেগেছে।ছন্দ খুঁটিয়ে দেখি নেই।ভাল লাগাটা বড় কথা।

 5. আরজু মন্তব্যে বলেছেন:

  কবিতার এক্সপ্রেশান টা আমার অপূর্ব লেগেছে। এই হিংসে আসলে কবি বলতে চাচ্ছেন এই জিনিস এই সৌন্দর্যকে তিনি ভালবাসেন।এই সৌন্দর্য তিনি নিজে ধারন করতে পারছেন না বলে ওনার হিংসে জাগছে।

  চমৎকার ছন্দ চমৎকার কবিতা।ধন্যবাদ কবিকে।

 6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  হিংসে লাগছে এত সুন্দর কবিতা দেখে
  হিংসে লাগে কবির এত প্রতিভা দেখে

  খুব সুন্দর । অনেক ভাল লাগা

 7. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

  হিংসে জাগাও জোছনা ধারায় সুর হারানোর
  সখে।
  হিংসে নামে ঘর বেঁধে নাও নিঝুম একার
  রাতে,
  হিংসে আসুক আধাঁর পথে জোনাকির ও হাতে।
  ভাল হয়েছে ।

 8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  কাব্যের ছন্দর দোলায় মুগ্ধ হলাম
  বেশ মুগ্ধ হলাম
  বেশ ভাল লাগলো
  শুভ কামনা
  শুভ বিকেল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top