Today 23 Sep 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

হিজড়া সময়

লিখেছেন: জসীম উদ্দীন মুহম্মদ | তারিখ: ২০/০৫/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 952বার পড়া হয়েছে।

পিতৃ-মাতৃহীন একটা হিজড়া সময় তেলে-বেগুনে জ্বলে উঠেছে
হিজড়াদের যেমন কোনো সমাজ নেই
হিজড়াদের যেমন কোনো সংসার নেই
তারা যেমন করে আইনের কোনো তোয়াক্কা করে না তেমন!

খুউব জানতে ইচ্ছে করে——
প্রসব বেদনায় ছটফট করা মায়ের কান্নার রঙ কী ছিলো?
আর পাঁচটা শিশুর জন্মের মতোই তারও কী নাড় কাটা হয়েছিলো?
আর সে নাড় কাটতে কি ভিন গ্রহ থেকে কেউ এসেছিলো?

তাহলে হিসাব জানতে চাই
সুস্থ, স্বাভাবিক বেশধারী আর কতো হিজড়া এই সমাজে বাস করে?
কেনো তারা চলন্ত বাসে ধর্ষণ করে নিজেকে পুরুষ প্রমাণ করতে চায়?
কেনো কবিতাকে গাছের সাথে বেঁধে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়?
নপুংসক সমাজ চেয়ে চেয়ে দেখে—– তারা হিজড়া নয়?

তা না হলে বন্ধ্যাত্ব ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও নগদান বহির হিসাব
ফিরিয়ে দাও ভূমধ্যসাগরে লাশ হওয়া প্রতিটি লাশের আত্মা
ফিরিয়ে দাও — ফিরিয়ে দাও–!!

তা না হলে সবাই একযোগে ফিরে আসবে– হিসাব নেবে হিসাব!!

৯৫৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ২২৬ টি
সর্বমোট মন্তব্য: ১৬০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০১-২৪ ১৬:৪০:১২ মিনিটে
banner

১১ টি মন্তব্য

 1. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

  সুন্দর মুগ্ধকর লিখনী

  ভাল ভাল খুবই ভাল লাগলো

 2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

  দুর্ভাগা প্রবাসগামীদের হতভাগ্যে কবির হৃদয় কেঁদে উঠে –
  “ফিরিয়ে দাও ভূমধ্যসাগরে লাশ হওয়া প্রতিটি লাশের আত্মা”
  তাদের জন্য হৃদয়ের সহানুভূতি রইল –

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  ভাল লাগল

 4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

  চমৎকার হয়েছে অনেক ভাল লাগা কবিতায়

 5. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

  তা না হলে বন্ধ্যাত্ব ফিরিয়ে দাও
  ফিরিয়ে দাও নগদান বহির হিসাব
  ফিরিয়ে দাও ভূমধ্যসাগরে লাশ হওয়া প্রতিটি লাশের আত্মা
  ফিরিয়ে দাও — ফিরিয়ে দাও–!!

  বেশ করুণ আকুতি ! সাথে যেন কিছুটা ক্ষোভের প্রকাশ আর হুমকিও…
  “তা না হলে সবাই একযোগে ফিরে আসবে– হিসাব নেবে হিসাব!!”

  খুব ভালো লাগলো কবিতা । শুভেচ্ছা জানবেন ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top