Today 10 Apr 2020
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

“হে ঝাঁকড়া চুলের কবি”

লিখেছেন: Abdullah Al Noman | তারিখ: ২৫/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 633বার পড়া হয়েছে।

তুমি গরীবের পান্তা ভাতে নুন।

তুমি শোষিতের বিদ্রোহী আগুন।

তোমার কণ্ঠে সাম্যের গান।

তুমি সকলের ভগবান।

 

হে ঝাঁকড়া চুলের কবি।

তুমি গ্রাম বাংলার মেঠো পথের ছবি।

তুমি রাখালের গাছের ছায়ার বাঁশি।

তুমি শিশুর ঘুম পাড়ানো শান্ত নিশি।

 

তুমি প্রেমের বাতায়ন।

তুমি মরু হৃদে প্রেম রূপায়ন।

তুমি প্রেমিকযুগলের কলকলে ধ্বনি।

তুমি প্রণয়ের মধ্যমণি।

 

হে সমাজ সংস্কারক কবি।

হে পথভোলার আলোর পথের নবী।

যত অনাচার যত ভ্রান্তি।

তোমার কবিতা গরম খুন্তি।

যেখানেই হয়েছে কোনো অন্যায়।

তুমি এসেছ বাঁধভাঙ্গা জোয়ারের বন্যায়।

 

 

কতকাল হয়েছে তুমি ছেড়েছ দেহঘর।

তবু তুমি অন্তরে অমর।

হে ঝাঁকড়া চুলের কবি;হে মহান।

তোমার মৃত্যু নেই;তুমি অনির্বাণ।

৬২৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ছোট্ট একটি গ্রহের চারদিকে নক্ষত্রের ভালবাসার আবর্তন...
সর্বমোট পোস্ট: ১৭৭ টি
সর্বমোট মন্তব্য: ২৬৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৫ ১২:০৫:৫৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

 1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

  চমৎকার.
  একটি কবিতা পড়লাম। খুবই ভালো লাগলো। আমার কবিতায় আমন্ত্রণ রইল।আপনার জন্য. শুভকামনা রইল।

 2. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

  হে ঝাকড়া চুলেৱ কবি তোমায় খুঁজি আমি বিদ্ৰোহীৱ প্ৰতিটি কবিতায়

 3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

  চমৎকার.
  খুবই ভালো লাগলো।

 4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

  হে ঝাঁকড়া চুলের কবি;হে মহান কবি
  তুমি অতুল।
  রবীন্দ্রনাথের দাড়ি, নজরুল ইসলামের চুল
  কোনটি ঠিক, কোনটি ভুল?

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top