হে মানব সভ্যতা
এই লেখাটি ইতিমধ্যে 805বার পড়া হয়েছে।
সহস্র লক্ষ যুগ ধরে অশ্রু পান করে বেঁচে আছে মানব সভ্যতা,
সহস্র লক্ষ যুগ ধরে রক্ত পান করে বেঁচে আছে মানব সভ্যতা,
তাই টিকে আছে, যা পারে নি ডায়নোসর তাই লক্ষ্যবস্তু করে
মানব হৃদয়ের সাথে যুদ্ধ করে যাচ্ছে মানব সভ্যতা।
তাই টিকে আছে কিন্তু প্রতিদিন খাবারের পরিবর্তে করে রক্ত পান,
তাই টিকে আছে কিন্তু প্রতিদিন জলের পরিবর্তে করে অশ্রু পান,
কিন্তু প্রতি রাতে রক্তবমি ঝর্ণাধারার মত প্রবাহিত হয় সবখানে,
কারন হৃদযন্ত্র ধরে রাখতে পারে না হৃদয়ের সম্মান।
তাই পৃথিবীর প্রতি বিন্দু জল আজ অশ্রু, জল মেঘ হয়ে গেছে চলে।
পৃথিবীর প্রতি কণা মাটি আজ রক্তে ভেজা যুদ্ধের প্রবাহিত ঢলে।
পৃথিবীর পথে প্রান্তরে আজ প্রতিনিয়ত রক্ত পান করে যাচ্ছে মানুষ
আয়নার সম্মুখে গেলেই রক্তভেজা ঠোঁট ওঠে তাতে জ্বলে।
কোন এক অতি যুগে যুদ্ধ শুরু হয়ে আজ অবধি চলছে বিনা বাধায়,
যুদ্ধকেই স্বাভাবিক ভেবে নিয়েছে অস্বাভাবিকভাবে এখন অসুস্থ হৃদয়,
রক্ত পানকেই স্বাভাবিক ভেবে নিয়েছে অস্বাভাবিকভাবে এখন হৃদয়,
বৃষ্টি হয়েই ঝরুক রক্ত, অশ্রু শান্তির সভায়।
প্রতিদিন সকালের নাস্তা হিসেবে পান করি সংবাদপত্রে প্রকাশিত রক্ত,
প্রতিদিন দুপুরের খাবার হিসেবে পান করি টেলিভিশনে দেখানো রক্ত
প্রতিদিন রাতের খাবার হিসিবে পান করি ঘরের জানালা ভেজানো রক্ত,
রাতভর রক্তবমি, আয়নার সম্মুখে আমরা শয়তান রক্তাক্ত।
আজ প্রতিটি মানুষ রক্তের তৃষায় লালায়িত শয়তান, চলছে রক্তে
কারন আলেকজান্ডার যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি।
গ্রীক থেকে রোমান পার্সিয়া যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি।
মহান যীশু মুহাম্মদ যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি,
হিটলার থেকে বুশ যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি
ব্রিটিশ থেকে পাকিস্তান যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি।
রাশিয়া থেকে মধ্যপ্রাচ্য যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি
আমেরিকা, লিবিয়া যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি।
এশিয়া থেকে আফ্রিকা যে রক্ত ঝরিয়েছে তাতো আমরাই পান করেছি।
তাই প্রতিটি মানুষ রক্তের তৃষায় লালায়িত শয়তান কিন্তু এখনো সময় আছে
হে মানব সভ্যতা সুধরিয়ে নাও নিজেকে, এখনো সুযোগ আছে মানুষ হবার।
যুদ্ধের বিরুদ্ধে পথে নেমে আসো মানুষ নয়তো তোমরা শয়তাব রয়ে যাবে,
যুগের পর যুগের রক্ত পান করে যাবে তোমরা।
অন্ধকার ঘর থেকে বের হয়ে আসো সবাই।
প্রতিবাদমূখয় হয়ে উঠুক মানব সভ্যতা যুদ্ধের বিরুদ্ধে।
কোন ভাবেই যেন মানুষের হাতে একটা মানুষের রক্ত না ঝরে
তবে আমরা পান করে যাচ্ছি তার রক্ত।
তাই প্রতিবাদী হয়ে উঠো অন্যায়ের বিরুদ্ধে যেন আমাদের ঠোঁট রক্তে ভেজা না থাকে
প্রতিবাদী হয়ে উঠো হত্যার বিরুদ্ধে আমাদের যেন প্রতি ক্ষণে রক্ত পান করতে না হয়
প্রতিবাদী হয়ে উঠো যুদ্ধের বিরুদ্ধে পৃথিবীর মাটি যেন না ভেজে আর রক্তে
প্রতিবাদী হয়ে উঠো ক্ষমতাবাদীর বিরুদ্ধে আমরা যেন আর অশ্রুর সাগরে না ভাসি।
হে মানব সভ্যতা এবার মানুষ হবার সময়।
আর কতকাল থাকবে শয়তান?
এবং যেদিন পৃথিবীতে কোন মানুষের হাতে মানুষের রক্ত ঝরবে না
সেই দিন আমরা মানুষে হয়ে যাবো।
২১১২১৩, ঢাকা।
৮৭৬ বার পড়া হয়েছে
চমৎকার পূলক ভাই।অসাধারন কবিতা।প্রথম প্যারা খুবই ভাল লাগল।
সহস্র লক্ষ যুগ ধরে অশ্রু পান করে বেঁচে আছে মানব সভ্যতা,
সহস্র লক্ষ যুগ ধরে রক্ত পান করে বেঁচে আছে মানব সভ্যতা,
তাই টিকে আছে, যা পারে নি ডায়নোসর তাই লক্ষ্যবস্তু করে
মানব হৃদয়ের সাথে যুদ্ধ করে যাচ্ছে মানব সভ্যতা।
ধন্যবাদ এবং অনেক শুভকামনা আপনার জন্য।
হে মানব সভ্যতা এবার মানুষ হবার সময়।
আর কতকাল থাকবে শয়তান?
এবং যেদিন পৃথিবীতে কোন মানুষের হাতে মানুষের রক্ত ঝরবে না
সেই দিন আমরা মানুষে হয়ে যাবো ।
হ্যা ভাই আমরা মানুষ হতে চাই । আর মানুষের রক্ত পান করতে চাই না ।
আশা করি আপনার খোড় ধার লেখনিতে সমাজ সচেতন হবে । শুভ কামনা । ভাল থাকুন ।
আপনার কবিতায় ভাল লাগা জানিয়ে গেলেম, শুভকামনা রইল।
বিদ্রোহের প্রকাশ পেলাম দাদা ।
অসংখ্য ভাল লাগা জানালাম ।
আমরা কি এখন ও সভ্য হতে পেরেছি?
অনেক অনেক ভাল লাগা।
অন্ধকার ঘর থেকে বের হয়ে আসো সবাই।
প্রতিবাদমূখয় হয়ে উঠুক মানব সভ্যতা যুদ্ধের বিরুদ্ধে।
কোন ভাবেই যেন মানুষের হাতে একটা মানুষের রক্ত না ঝরে
তবে আমরা পান করে যাচ্ছি তার রক্ত।
………………
অনেক ভাল লাগল।
সব্বাইকে অনেক ধন্যবাদ।
প্রতিবাদি হতে ডর লাগে
কবিতা চমৎকার হয়েছে পুলক
ছন্দময় সুন্দর লিখা
শুভ কামনা রইল