নোটিশ
চলো আজ দু’জনে
এই লেখাটি ইতিমধ্যে 863বার পড়া হয়েছে।
যদি বৃষ্টির মতো ডুবাও চোখের জলে
আমি মিশে যাব সেই জলে
শুধু তোমার ছোঁয়া আছে বলে
তুমি পারবে কি মিশে যেতে? সেই মাটিতে
এই আমাকে ছেড়ে।
যদি আড়াল করে দাঁড়াও তুমি
আমার পথের লক্ষ্য থেকে
আমি আলো হয়ে মিশে যাব
তোমারি সাথে-
তুমি পারবে কি চলে যেতে?
তোমার ছায়া থেকে সড়ে দাঁড়াতে।
যদি চলে যেতে চাও এই পৃথিবী ছেড়ে
সে পালের রশি রাখিব কেড়ে
বলো, পারবে কি যেতে?
আমায় থেকে সে পালের রশি কেড়ে নিতে।
চলো আজ দু’জনে চলি এক সাথে
হাতে রেখে হাত, সাক্ষী-
আকাশ, বাতাস, চন্দ্র, তারা
বয়ে চলুক বাঁধন হারা বৃষ্টির ধারা।
৮৬১ বার পড়া হয়েছে
ভালো লাগা জানাচ্ছি
বাট আরো কাব্যময় করা যেতো
সো শুভ কামনা রইল
ভাল লাগল কবিতা