Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

।। কবি ও কবিতা ( এনালগ-ডিজিটাল ?) ।।

লিখেছেন: আহমেদ রুহুল আমিন | তারিখ: ২৩/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1750বার পড়া হয়েছে।

।। মৌলিক পার্থক্য ।।
আমার একবার খুব ভেদবমি হয়েছিল ,
ভেদবমি কাহাকে বলে ?
তখোন বয়স নয়,দশ কি এগার –
ভেদবমির কি বুঝতাম ?
তখোন পেচ্ছাব খুব সাদা হতো ,
কান্নায় তেমন কোন কষ্ট ছিলনা ।
বাবার পকেট থেকে অনায়াসে
চুরি কোরে খেতাম সন্দেশ ।

আমার একবার খুব দুঃখ দুঃখ ভাব জন্মেছিল,
দুঃখ কাহাকে বলে ?
তখোন বয়স তের, চৌদ্দ কি পনের-
দুঃখের কি কাঁচকলা তখোন বুঝতাম ?
তখোন কেবল এক তরুণের বুকে আমি
অত্যন্ত সীমিত সাদা আগুন দেখেছি ।
দুঃখ কি অমন কোন সীমাবদ্ধ সীমিত আগুন ?

আমার একবার খুব সৌন্দর্য্যবোধ জন্মেছিল ,
সৌন্দর্য্য কাহাকে বলে ?
তখোন বয়স খুব বেশী হলে ষোল কি সতের –
সৌন্দর্য্যের তখোন আমি কিইবা বুঝতাম ?
তখোন যুবতী দেখলে ক্ষিধে পেতো এইটুকু জানি ।
গোলাপ ফুলের চেয়ে মূল্যবান মনে হতো-
সকালে সিদ্ধ ডিম !

আমার বয়স আজ দীর্ঘ পঁচিশ !
প্রেম নয়, ভালোবাসা নয় –
এখনো অভ্যাসবসে যুবতী দেখলে ক্ষিধে পায় ।
এখনো অভ্যাসবসে গোলাপ ফুলের চাইতে
সিদ্ধ ডিমই প্রিয় মনে হয় ।।………………
( প্রয়াত কবি আবুল হাসান ) ।

সত্তুর- আশির দশকের কবি আবুল হাসান । অসম্ভব জনপ্রিয় এই কবি ছিলেন ক্ষণজন্মা ! মাত্র উনত্রিশ বছর আয়ু পেয়েছিলেন
অবিসংবাদিত কবি আবুল হাসান । বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছিল তার তিরোধানের অনেক পর এইটুকু জানি । শহীদ কাদরী , নির্মলেন্দু গুন, খোন্দকার আশরাফ হোসেন, বেলাল চৌধুরীসহ সমসাময়িক আরো অনেক গুণি কবি-লেখকদের তখন একটা আলাদা জগৎ বাংলাদেশে গড়ে উঠেছিল । মুলতঃ ঢাকাকেন্দ্রীক এই জগৎ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেশন করতো কিছু সুস্থ ধারার সাহিত্যসাময়িকীর মাধ্যমে । এমন কয়েকটির নাম ছিল- সাহিত্যপত্র, বই, সচিত্র সন্ধ্যানী কিংবা দৈনিক পত্রিকা গুলোর মধ্যে দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলাসহ তখনকার প্রতিষ্ঠিত সব দৈনিকের সাপ্তাহিক বিশেষ প্রকাশনার বিশেষ পাতায় যা উম্মুখ হয়ে সাহিত্য প্রেমিদের এইসব গুণি লেখকদের লেখার সাখে এক বিনিসুতোর বন্ধণ তৈরী হয়েছিল । তার সাথে যুক্ত ছিল বাৎসরিক বই মেলায় প্রকাশিত নুতন বই এর সমাহার । এক অজানা আনন্দে পাঠকেরা হুমরী খেয়ে পড়ত বই মেলার নুতন বই এর স্টল গুলোতে । সেই সাথে থাকতো প্রিয় লেখকদের অটোগ্রাফ নেয়ার প্রতিযোগিতা । সেই এনালগ যুগের কবি আবুল হাসান কিংবা সমসাময়িক সেইসব গুণি কবিদের প্রাণবন্ত কবিতা কি আজকের ডিজিটাল মানুষকে আকর্ষণ করে ? এর জবাব – হয়তো হ্যাঁ , হয়তো না !!

১,৭০২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
#কায়েতপাড়া, পঞ্চগড় সদর, পঞ্চগড় । #চল্লিশ দশকে অকাল প্রয়াত ছোট মামার কলকাতার সংগ্রহকৃত কিশোর ক্লাসিক " শুকতারা " ম্যাগাজিনে প্রকাশিত রবীন্দ্র সম-সাময়িক ( যেখানে তাঁর লেখা ছবিসহ সরাসরি প্রকাশ হতো) বিভিন্ন ছড়া/কবিতা সত্তর আশির দশকে পাঠে শিশু মনে কল্পনার দোল খেত । সেই থেকে শুরু । লেখা-লিখি টুকটাক । ভাল লাগে কবিগুরু , বিদ্রোহী,সুকান্ত -জীবনানন্দ, সত্তর-আশির দশকের আবুলহাসান, দাউদ হায়দার,খোন্দকার আশরাফসহ অনেক কবির লেখা । সমরেশ মুজুমদার,সব্যসাচি সৈয়দ হক,আনিসুল হক, সদ্যপ্রয়াত হুমায়ুন আহমেদ,ইমদাদুল হক মিলন প্রিয় গল্পকার/লেখকের তালিকায় । # প্রিয় ব্যাক্তিত্ত্ব : হযরত মোহাম্মদ (সা.) । # প্রিয় ব্যক্তি : মা-বাবা । # যা আশ্চয্য করে : পবিত্র কোরআন, বিশ্ব- প্রকৃতি, কম্পিউটার-তথ্য প্রযুক্তি । #দু'সন্তানের জনক ।
সর্বমোট পোস্ট: ৭৯ টি
সর্বমোট মন্তব্য: ১৬২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৫ ১৭:১৮:৩৫ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

    প্রয়াত কবি আবুল হাসান সম্পর্কে আপনার লেখায় ভালো লাগা রইলো।
    আগের মতোন কবি, কবিতা ও পাঠকের উচ্ছাস হয়তো এখনও আছে আবার অনেক ক্ষেত্রে নেই।
    ধন্যবাদ।

    • আহমেদ রুহুল আমিন মন্তব্যে বলেছেন:

      আগের মতোন কবি, কবিতা ও পাঠকের উচ্ছাস হয়তো এখনও আছে আবার অনেক ক্ষেত্রে নেই | -কথাটা এক অর্থে সঠিক । তবে, আমাদের স্বাধীনতা অব্যবহিত বাংলাদেশে সেই সময় কবি ও কবিতার যে জোয়ার ছিল এক অর্থে সেই জোয়ার এর বর্তমানে কী অবস্থা সেটাই প্রশ্ন । সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ ও শুভকামনা জানাই । ভাল থাকবেন ।

  2. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বেশ
    আমারও শ্রদ্ধা

  3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    লেখা আকর্ষন করে । ভাল লাগরল ।শুভ কামনা ।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আবুল হোসেনকে আপনার লেখায় চিনলাম। গুনীদের কদর হয় না বেঁচে থাকতে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top