নোটিশ
অদ্ভুত চিন্তা
এই লেখাটি ইতিমধ্যে 1366বার পড়া হয়েছে।
বোয়াল, পুঁটি ধরতো যদি
বিশাল বটের গাছে
পুরো এলাকা ভরে যেত
শুধুই মাছে মাছে।
হতো যদি খাল পুকুরে
আম-কাঁঠালের চাষ
ইচ্ছে মতো ধরে ধরে
খেতাম বারো মাস।
খাওয়ার মাংস ক্ষেত-খামারে
যদি পাওয়া যেত
সব মানুষে খামচা খামচা
সাধ মিটিয়ে খেত।
ধানের শীষে ধরতো যদি
মুরগী, হাঁসের ডিম
এই দুনিয়াটা কেমন হতো
ভাবুন দেখি থিম?
১,৩৪৪ বার পড়া হয়েছে
“ধানেৱ শিষে ধৱতো যদি মুৱগী হাসেৱ ডিম”
বিজ্ঞানেৱ যুগে কৃত্তিম বুদ্ধিমত্তা আৱ সত্তাকে কাজে লাগিয়ে হয়তো একদিন ধানেৱ শিষেই ডিম ধৱাৱ ব্যাবস্হা কৱতে পাৱে বিজ্ঞানিগন।
লেখাটা ভাল লাগলো। ভাল থাকবেন
ধন্যবাদ। মন্তব্য ভাল লাগল।
অনাবিল ভাবনা
ভাল লাগল
ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
অতি অদ্ভুদ চিন্তা অদ্ভুদ অদ্ভুত কথা। ব্যতিক্রম লাগল।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
অনেক অনেক ভাল লাগা রইল……
কল্পকাহিনী অনেক ভাল লাগল