নোটিশ
অনর্থক ভাবনা
এই লেখাটি ইতিমধ্যে 1015বার পড়া হয়েছে।
একটা কথা হরহামেশাই
চিন্তা হয় গো দাদা মশাই !
কোন্ কালে কোন্ পথের মাথায়
যাত্রা করে চলছি কোথায়;
কোথায় গো সেই পথের শেষ ?
ছোট্ট মাথায় ভাবনা অশেষ !
কি উদ্দেশে এ কোন্ পথে
চলছি এ কোন্ ভাঙ্গা রথে
কোন্ ভবিষ্যতের পানে
কেউ কি তাহা জানে ?
নিত্য তবু চিত্ত কাড়া
বহু যত্নে স্বপ্ন গড়া
চলছে নিশি-দিন।
ভেঙ্গে-গুড়ে হচ্ছে বিলীন
তবুও চেষ্টা সাবার
তীব্র বেগে বারংবার।
আরও একটা ভাবনা দাদা
আমরা বুঝি সবাই গাধা !
দুখের বোঝা নিত্য দিনে
ঘাম ঝড়ানো টাকায় কিনে
করছি বহন গাধার মতোই
নাবছি ক্রমে জলে অথৈ !
১,০৯৯ বার পড়া হয়েছে
আপনার কবিতায় ভাল লাগা জানিয়ে গেলেম, শুভকামনা রইল।
সুকুমার রায় এর ছড়ার মতো লাগলো। শব্দের ব্যবহার ও তাঁর আদলে এটা কে প্রশংসা ভাবা ঠিক হবে না, আপনার লেখা আপনার মতো হলেই ভালো।
আপনি আর কোন কোন ব্লগে লিখেন জানাবেন প্লিজ।
আমার লেখা কার মতো হলো তা আমার জান নেই। আমি কেন, কোন লেখকই তার লেখা কার মতো হলো তা বুঝতে পারবে না যদি না আপনার যারা সচেতন পাঠক আছেন তাঁরা ধরিয়ে দেন। তবে আমি আমার মতো করেই লেখার চেষ্টা করেছি। গঠনমূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
দারুন ছড়া। ভাল হয়েছে।
দুখের বোঝা নিত্য দিনে
ঘাম ঝড়ানো টাকায় কিনে
করছি বহন গাধার মতোই
নাবছি ক্রমে জলে অথৈ !
নামছি হবে আর গাঁধা হবে বুঝি ।
খুব সুন্দর, খুব সুন্দর, অশেষ ধন্যবাদ, কবি আপনাকে।
জিয়া ভাই এখন আর কবিতা লিখেন না
এটাও ২০১৩ সালের লিখা !!!!!!!!!!!!!