অনূদিত গল্প
এই লেখাটি ইতিমধ্যে 1541বার পড়া হয়েছে।
দশ জন নারী প্রতি বৃহ:স্পতিবার সকালে নিজেদের একেক জনের বাড়িতে কফি খেতে খেতে আড্ডা দিতেন। তাদের শহরটির নাম ছিল হানটিংডন। শহরের নামানুসারে তাদের বলা হত হানটিংডনের নারী।
একদিন ডায়ানা নামের 75 কেজির নারীটি বললেন, “পরের সপ্তাহে আমরা কি তুরস্কের কোনো সমুদ্রতীরে মিলিত হতে পারি না?”
সবার মত সান্দ্রাও ভাবল ফালতু পেচাল।“আগামি সপ্তাহে আমার বাসায় আড্ডা হওয়ার কথা” – বলল সে। শুনে ডায়ানা ভ্রূ কুঁচকে তাকাল তার দিকে।
পরের সপ্তাহে দেখা গেল তাদের তিন জন ক্লুডেনিজ এর কাছাকাছি একটা সৈকতে বসে আপেল চায়ে চুমুক দিচ্ছে এবং পাঁচ জন সান্দ্রা’র বাসায় গেল কফি খেয়ে আড্ডা দিতে আর বাকি দু’জন নারীর সকাল বেলা কফি খাওয়াই হল না।
Note: ইংরেজীন ১০০ শব্দের এই গল্পটি ছাপা হয়েছে Reader’s digest এর অক্টোবর ২০১৪ সংখ্যায়। গল্পটিলিখেছেন পুরুস্কারপ্রাপ্ত বৃটিশ কবি লেখক ও অভিনেতা টিম কী (Tim Key)। .
১,৫১২ বার পড়া হয়েছে
দুঃখিত আমি গল্পটির কোন অর্থই খুঁজে পেলাম না।
থন্যবাদ পড়ার জন্য …………….
আপ্নি কই পুরটাই দিয়েছেন না কিছু অংশ দিয়েছেন।
ধন্যবাদ পড়ার জন্য‘ ……………
এর কি আরো পর্ব আছে?
ধন্যবাদ পড়ার জন্য
না, আর পর্ব নেই ………….
গল্পটা ছোট___
কিন্তু এর ব্যাখ্যা বিশাল_____
চিন্তা করলেই সবাই বুঝতে পারবেন____
ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল ……………
গল্পটি কোন একটি মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়ার জন্য ব্যবহার করা হয়েছে বলে আমার ধারণা । কারণ রিডার্স ডাইজেষ্টের সকল গল্প বা উপলব্ধি কোন না কোন মনোসমীক্ষণের উদ্দ্যেশে লেখা হয়ে থাকে । আর যদি কোন বিশেষ উদ্দ্যেশে লেখা না হয় তারপরও এটা সাহিত্যের একটি বিশেষ জন্রার মধ্যে পড়ে । সাহিত্যের এই জন্রার নাম হচ্ছে “পোষ্ট মর্ডানিজম” ।
অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য ……………..
Nice
ভালো লাগা জানাচ্ছি
শুভ কামনা