নোটিশ
অপুর্ণতা
এই লেখাটি ইতিমধ্যে 1496বার পড়া হয়েছে।
বৈশাখের ঝড়ো-অাঁধার নেমেছে এখন
জীবনের দ্বীপ অার জ্বলছে না,
প্রতিক্ষার স্বন্ধ্যা-তাঁরা হারিয়ে গেছে
সবুরের বাঁধ তাই মানছে না।
ভালোবাসার দরজায় এঁটেছে তালা
গুমড়ে কাঁদছে শত স্বপ্ন যত,
হতাশার কাফনে জড়া একটি জীবন
প্রেমের দেহে অাজ ধরেছে ক্ষত।
ছেঁড়া পাতার হিসেব মেলেনা অাজও
সুখের সমাধি কেন জীবনে এলো,
মানবগীতির লয়-তাল অাজ এলোমেলো
অাঁধার জীবনে তাই জ্বলেনা অালো।
টগবগে দেহটা নুয়ে পড়ছে প্রায়
ফুল হাতে কেউ অাজও এলোনা,
গদ্যের কথা পদ্যে মিশে গেলো
কবিতা অামার তাই ছন্দ পেলনা।
১,৪৬৭ বার পড়া হয়েছে
শেষ দুই লাইন অনবদ্য
টগবগে দেহটা নুয়ে পড়ছে প্রায়
ফুল হাতে কেউ অাজও এলোনা,
গদ্যের কথা পদ্যে মিশে গেলো
কবিতা অামার তাই ছন্দ পেলনা।
খুব সুন্দর লাইনগুলি
কবিতার শাব্দিক অর্থ চমৎকার ।
“গদ্যের কথা পদ্যে মিশে গেলো
কবিতা অামার তাই ছন্দ পেলনা।”
এটুকুই যা বুঝলাম বাকীটুকু কবি কি বলতে চেয়েছেন আমার বোধে এলো না, দু:খিত।
ভালবাসা রইল কবি –
ধন্যবাদ অনিরুদ্ধ বুলবুল ভাইয়া। জেনে ভালো লাগলো এই ভেবে যে অামার কবিতার বিন্দু মাত্র হলেও যে অাপনি বুঝতে পেরেছেন। অামি কোন কবি না মন যা চায় তাই লিখি লোকে বলে এটা কবিতা হয়েছে, ওটা গল্প হয়েছে, এই টা ছড়া হয়েছে। তবে অপূর্ণতা কথাটা বুঝতে পেরেছেন তো? কবিতাটা অারেক বার পড়ুন এবং দেখুন একটা কবিতা একটা জীবন সেই জীবন অপূর্ণতা এসেছে সুখ দুঃখের ছন্নছড়ার জন্য ছন্দ পায়নি সেটাই বুঝানোর চেষ্টা করেছি। অাপনাদের মতো কবি হলে কি অার এমন হয়। অসংখ্য ধন্যবাদ অাবারো কমেন্টস করার জন্য।
অন্ত্যমিল সুন্দর সো ভালোই লাগলো
কবি ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,শুভ কামনা থাকবে