Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অবসন্ন কিছু কাদা-ছাপ

লিখেছেন: সুমন সাহা | তারিখ: ২৯/০১/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1367বার পড়া হয়েছে।

tumblr_mv3j35NWZw1snvd8eo1_500

কিছু অবসন্ন বিকেল;
খোলা প্রশ্ন রেখে চলে যায়
আরও নিরানন্দ বাতাসের ঠোঁটে,
উড়ে আসে বৈষয়িক চিন্তারা
জিহ্বা শুকিয়ে যায়,
একটি গাছ জীর্ণ শীর্ণ হয়ে
রাস্তার ধারে ভ্রমণ পদব্রজদের
বিরক্তির গুনফল বাড়ায়-
চক্রবৃদ্ধি হারে, জীবন থমকে গেছে
হঠাৎই কেউ বেঁচে থাকার সমস্ত
সম্বল কেড়ে নিয়ে গেছে।

খুব বেশি কিছু নয়;
ধুলোতে অশ্রু ঝরে কাদা তৈরী হয়,
আবার সে কাদা জল মাড়িয়ে
পায়ে হাটা হৃদয় পথ ধরে চলে যাও
অন্য কোন বিকালে, অন্য কোন সময়ে…

বুকের এ পাশটা খুব খালি হয়ে গেছে;
এতো কাঁদলে কি আর আবশিষ্ট থাকে বলো,
পারলে একটা পাথর রেখে যাও
এ হৃদয় প’রে,
আমি আর এ অবসন্ন বিকালের ভার
বহন করতে পারছিনা
প্রশ্নের উত্তর দেওয়াতো আরো দুর…

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

১,৩৩৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
কর্মজীবনে আমি একজন সফটওয়্যার প্রকৌশলী। শ্রমিক হিসাবে কাজ করছি পূবালী ব্যাংক লিমিটেডের জন্য। লেখালেখি করছি ১২ বছর যাবৎ। প্রথম ছাপার অক্ষরে লেখা প্রকাশিত হয় ২০০৪ সালে প্রথম আলোর "ছুটির দিনে" নামক একটি সাপ্তাহিকীতে "বেপরোয়া" ছদ্মনামে। অনলাইন লেখালেখিতে পদার্পণ করি ২০০৯ সালে "প্রথম আলো ব্লগ" এর হাত ধরে। সেখানেও আমি লেখালেখি করেছি "বেপরোয়া" নামে। একই সাথে লিখতে থাকি ফেসবুকে আমার পাতাতে ওই একই সময়ে। এরপর যুক্ত হই "মুক্ত ব্লগে" ২০১০ সালে "সুমনাস'শ" নাম ধারণ করে। সর্বশেষ যুক্ত হই "ঘুড়ি ব্লগ"-এ ২০১৪ সালে "সুমন সাহা" নামে এবং এখন থেকে চলন্তিকার সাথে যুক্ত হলাম ওই একই নামে। বেশ আগে একজন বলেছিলো, টেক পাবলিক হয়েও কিভাবে এমন লিখতে পারেন আপনি। আমি বলেছিলাম, "লেখারা নিজে থেকে এসে শব্দোৎপাত করলে কি করবো বলুন । অন্য কেউ হয়তো তাঁর কথাগুলো আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। আমি লিখছি না, আমাকে দিয়ে খোদাই করানো হচ্ছে এই যা।" এই দেখুন লিখে দিলাম, "এ আমার আপন সত্ত্বা, মিলেমিশে একাকার হয়ে তোমার প্রাচীন নিশ্বাস মিশে, অন্ধকারের মাঝে এ আমি কাকে খুঁজি?..." অবশেষে এই অলেখক অবলেখনে বলছে, এই হিজিবিজি অংশখানি পুরোটুকু সময় দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পাশে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন।
সর্বমোট পোস্ট: ৭৬ টি
সর্বমোট মন্তব্য: ২৯৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০১-০৩ ০২:৫৪:৩১ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. শওকত আলী বেনু মন্তব্যে বলেছেন:

    চমত্কার কথামালা

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    সুন্দর কথা সাজিয়েছেন। বেশ কবিত্ব আছে, আর একটু সুবিন্যস্ত হলে আরো ভাল হয়। ধন্যবাদ।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    দারুন লাগল কবিতা

    শুভেচ্ছা

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভাল লাগলো লিখা

    বেশ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,লিখা

    খুব সুন্দর
    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top